পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बई चक । 30% দেখ এই খড়গ মোর, মেঘ-মুক্ত আকাশের শুভ্র মূৰ্ত্তি করেগে ধারণ, যুদ্ধোৎসাহে পুলকিত, চির-কর স্থত হয়ে যার সনে সখ্যের বন্ধন । সময়ের নিকষেতে, রিপুযুদ্ধে যার বল বহু-পরীক্ষিত, মিত্র-স্নেহাকুল আমি—সহসা সে যুদ্ধে মোরে করে নিয়োজিত ॥ ব্যক্তি। —মশায়, শুনেছি শ্রেষ্ঠী চন্দনদাসের জীবন নাকি বিষম সংশয়াপন্ন, কিন্তু ঠিক কি ঘটেছে নিশ্চয় এখনও কিছু বলতে পারচিনে । ( দেখিয়া ও পদতলে পড়িয়া ) আপনি স্বগৃহীতনাম অমাত্য-রাক্ষস কি না, অনুগ্রহ করে আমাকে বলে’ আমার সংশয় দূর করুন। রাক্ষ –ওঠে বাপু ওঠে৷ . আমি স্বচক্ষে আমার প্রভূর বিনাশ দেখেছি, আমি আমার স্বহৃদ-বিনাশের হেতু, আমি অতি অনাৰ্য্য। ষ্টা বাপু আমি সেই সার্থক-নাম রাক্ষস বটে। ব্যক্তি –(সহৰ্ষে পুনৰ্ব্বার পদতলে পড়িয়া ) শাস্ত হোন–শাস্ত হোন্‌! আৰ্য্য! আজ আমার শুভদিন-আজ আমি কৃতার্থ হলেম । - রাক্ষ —ওঠে বাপু ওঠে । আর কাল হরণ করে কি হবে ? জিষ্ণুদাসকে বলগে, এই রাক্ষস চন্দনদাসকে মৃত্যু হতে উদ্ধার করতে এখনি যাচ্চে। ( “দেখ এই খড়গ মোর” ইত্যাদি পাঠ করিয়া খড়গ আকর্ষণ পূৰ্ব্বক পরিক্রমণ)