পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 33 মুত্র-রাক্ষস । ব্যক্তি – চরণে পতিত হইয়া) শাস্ত হোন, শান্ত হোন অমাত্য মহাশয় । কিছু দিন হল, এই নগরে চন্দ্রগুপ্ত প্রথমে শকটদাসের প্রাণ-দণ্ডের আজ্ঞা দিয়েছিলেন । কিন্তু কে একজন এসে বধ্যস্থান হতে তাকে বলপূৰ্ব্বক নিয়ে প্রস্থান করে। এই রূপ প্রমাদ ঘটায় চন্দ্রগুপ্ত মহা ক্রুদ্ধ হয়ে ঘাতককে বধ করে’ নিজ রোষাগ্নি নিৰ্ব্বাণ করেন। সেই অবধি ঘাতকের অস্ত্রধারী কোন পুরুষকে অগ্ৰে কিম্বা পশ্চাতে দেখতে পেলেই আপনাদের জীবন রক্ষার জন্ত, বধ্যস্থানে পৌছবার পূর্বেই অৰ্দ্ধ পথে বধ্যদের প্রাণবধ করে। অতএব আপনি যদি অস্ত্রধারী হয়ে সেখানে যান, তা হলে শ্রেষ্ঠ চম্বনদাসের মৃত্যু-কাল অরে। এগিয়ে দেওয়া হবে । ( প্রস্থান ) স্বাক্ষ –(স্বগত) অহে ! চাণক্য-বটুর নীতিমার্গ অতীব দুর্বোধ ! কেন নাঃ – যদি সে শকটদাস, চাণক্যের অভিমতে আনীত হইয়া থাকে আমার হেথায়, কোন অভিপ্রায়ে তবে, ক্রোধে উন্‌মত্ত হয়ে দিহত করিল সেই ঘাতক জনায় ? পক্ষান্তরে কেন পুনঃ, সেরূপ কৃত্রিম পত্র করে প্রক টত ? —কিছুই বুঝিতে নারি, সংশয়-তরঙ্গে চিত্ত ঘোর আন্দোলিত ॥ খড়গ-ব্যাপারের এই নহে গো সময় । थो७एक रुथिएण अधि, झननक्रोप्नम्न शुरु बझण नििष्क्रग्न ! .