পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অঙ্ক । দৃশ্য।—বধ্য-ভূমি। চণ্ডালের প্রবেশ । সরে যাও মশায়র, সয়ে যাও সবে, ৰদি চাও বাচাইতে, নিজ প্রাণ কুলমান, কলত্র-বিভবে। তাই বলি, তোমরা গো কর পরিহার বিষবৎ মনে করি’, যাহা কিছু প্রতিষিদ্ধ, অপথ্য রাজার। অপথ্য সেবিলে হয়, ব্যাধি মৃত্যু ব্যক্তি-বিশেষের, রাজাপথ্য সেবে। যদি, হইবে গো বিনাশ কুলের ॥ যদি প্রত্যয় না হয়, তবে ঐ চেয়ে দেখ, রাজার অপথ্য-কারী সেই শ্রেষ্ঠ চনানদাসকে সপুত্র-কলত্র বধ্যস্থানে নিয়ে আসা হচ্চে। (আকাশে) মহাশয় কি বলচেন ? চন্দনদাসের মুক্তির উপায় আছে কি না ? তার একমাত্র উপায়—যদি অমাত্য রাক্ষস তার গৃহজনকে আমাদের হস্তে সমর্পণ করেন। (পূনৰ্ব্বার আকাশে) কি ? এই শরণাগত-বৎসল আপনার জীবনের জন্ত এই কাৰ্য্য কখনই করবেন না ?—তবে নিশ্চয় জানবেন তার কিছুতেই শুভ হবে না । আমি যা বল্লেম, এ ভিন্ন এ স্থলে আর কোন প্রতিকার cनझे ।