পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । R চন্দ্রগুপ্তের মন্ত্রিত্ব গ্রহণে কখনই তিনি সম্মত হবেন না । তা, নম্নবংশের শেষ অঙ্কুর সর্বার্থসিদ্ধি, তপোবনে গিয়ে তাপস-ধৰ্ম্ম অবলম্বন করলেও, আমরা তো তাকে নিহত করেছি। এখন রাক্ষস, ম্লেচ্ছরাজ-মলয়কেতুকে রাজ্য অঙ্গীকার করে তার সাহায্যে আমাদের উচ্ছেদার্থ বিপুল উদ্যোগ করচেন। (আকাশ-পানে চাহিয়া ) সাধু ! আমাত্য রাক্ষস সাধু ! মন্ত্রির মধ্যে তুমি বৃহস্পতি -কেন না – বৈষয়িক লোক যত ধনীর করয়ে সেবা অর্থ-লালসায়, বিপদেও হয় সার্থী পুনঃ প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশায়। কিন্তু যারা ভক্তি বশে প্রভু মৃত হইলেও উপকার করিয়া স্মরণ, নিলোভ নিঃস্বার্থ হয়ে প্রভু-দত্ত কাৰ্য্য-ভার অকাতরে করয়ে বহন —সমগ্র ধরণী-মাঝে স্বজুলত হেন কৃতীজন ॥ তাকে হস্তগত করতে এই জন্যই আমাদের এত যত্ন—কি করলে তিনি অনুগ্রহ করে চন্দ্রগুপ্তের মন্ত্ৰীপদ গ্রহণ করেন এখন আমাদের সেই চেষ্টা । কেননাঃ– কি হবে তাহারে লয়ে ভক্তিযুক্ত হয়ে যে গে নির্বুদ্ধি ধৰ্মল ? বুদ্ধি-পরাক্রমশালী ভক্তিহীন হয় যদি, তাহে বা কি ফল ? ३