To o মুদ্রা-রাক্ষস । বুদ্ধি পরাক্রম ভক্তি তিন গুণই যেই জনে করে অধিষ্ঠান সেই তো নৃপের ভৃত্য সম্পদে বিপদে – অন্তে কলত্র-সমান ॥ আমিও এই উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য নিদ্রিত নই—যাতে তিনি মন্ত্রিপদ গ্রহণ করেন তার জন্য যথাশক্তি চেষ্টা করচি। তার দৃষ্টান্ত –চন্দ্রগুপ্ত কিম্বা পৰ্ব্বতক এই উভয়ের একজনকে বিনাশ করলেই চাণক্যের বিষম অনিষ্ট সাধন করা হয়, এই মনে করে রাক্ষস চাণক্যের পরমোপকারী মিত্র নিরীহ নির্দোষ পৰ্ব্বতেশ্বরকে বিষকন্যা প্রয়োগ করে হত্যা করেছেন— এইরূপ একটা জনাপবাদ লোক-প্রত্যয়ার্থ প্রচার করে দেওয়৷ গেছে । এদিকে আবার ভাগুরায়ণ, “তোমার পিতাকে চাণক্যই বধ করেছেন” এই কথা পৰ্ব্বতক-পুত্র মলয়কেতুকে গোপনে বলে, তার মনে ভয় সঞ্চার করে দিয়ে, এখান থেকে তাকে স্থানান্তরে অপসারিত করেছেন। রাক্ষস এ কথা বুঝতে পেরে বুদ্ধির দ্বারা নিবারণ করলেও করতে পারেন, কিন্তু রাক্ষসই যে তার পিতাকে বধ করেছেন এই জনাপবাদ কিছুতেই নিরাকৃত হবার নয়। তা ছাড়া, কে আমাদের স্বপক্ষ, কে বিপক্ষ তা অনুসন্ধান করে” জানবার জন্ত, নানা দেশের ভাষাভিজ্ঞ, বেশাভিজ্ঞ আচারব্যবহারঞ্জ বিবিধ চিহ্ধারী গুপ্তচর নিযুক্ত করা গেছে। কুসুমপুরনিবাসী ননামাত্যের মুহৃদগণ কোথায় যাতায়াত করে—কি কাৰ্য্য করে, সমস্ত অনুসন্ধান করা তাদের কাজ। এই সমস্ত
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।