পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ মুদ্রা-রাক্ষস । অদ্য-দেব-ভক্তদের প্রফুরন্ত প্রাণ হরি লন যমরাজ ॥ অপিচ — থাকিলে যমেতে ভক্তি দুর্জনেরো হাতে নাহি মরণের ভয়, সবারে মারেন যিনি র্তাহ’তেই আমাদের প্রাণ-রক্ষা হয়। এখন তবে এই গৃহে প্রবেশ করে যম-পট দেখিয়ে গান আরম্ভ করে দি । ( পরিক্রমণ) দৃশ্ব —চাণক্যের গৃহ । শিষ্য —( দেখিয়া ) বাপু ! এ গৃহে প্রবেশ নিষেধ। চর –ওহে ব্ৰাহ্মণ, এ কার গৃহ ? শিষ্য।—আমাদের গুরুদেব স্বগৃহীত-নাম চাণক্য ঠাকুরের। চর –(হাসিয়া) ওহে বাহ্মণ ! এতে তবে আমার ধৰ্ম্মভ্রাতার গৃহ, আমাকে প্রবেশ করতে দেও—আমি তোমার গুরুদেবকে কিছু ধৰ্ম্মোপদেশ দিতে চাই । শিষ্য –(সক্রোধে) ধিক্ মূৰ্খ! আমাদের গুরুদেবের চেয়েও কি তুমি ধৰ্ম্মজ্ঞ ? চর –ওহে ব্ৰাহ্মণ। রাগ কোরে না । সকলেই যে সব জানে তা তো নয়—তা তোমার গুরুদেবও কোন কোন বিষয় জানেন, আবার মাদৃশ লোকেরও কোন কোন ৰিষয় জানা चनiग्छ् ।