পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 8 মুত্র-রাক্ষস । চর।--ৰে আজ্ঞা । ( ভূতলে উপবেশন) চাণ।—বাপু ! তোমাকে যে কাজে নিযুক্ত করেছিলেম তার সমস্ত বৃত্তান্ত এখন বল দিকি। প্রজারা কি চন্দ্রগুপ্তের প্রতি অনুরক্ত ? চর।—অনুরক্ত বৈ কি। বিরাগ-কারণগুলি আপনি সমস্তই তো দুর করেছেন, এখন প্রজার স্বগৃহীত-নাম মহারাজ চন্দ্রগুপ্তের প্রতি সকলেই দৃঢ় অনুরক্ত। কিন্তু এই নগরে শুধু তিনটি লোক আছেন যারা পুৰ্ব্ব হতেই রাক্ষসের সহিত স্নেহ-সম্মান স্বত্রে বদ্ধ—কেবল তাদেরই মহারাজ চন্দ্রগুপ্তের চন্দ্র-ত্র সন্থ হচ্চে না । চাণ।—(সক্রোধে ) বরং বলনা কেন, তাদের পক্ষে তাদের নিজের জীবনই অসহ হয়ে উঠেছে। বাপু, তাদের নাম কি তুমি জান ? চর –আপনার নিকট সেই অশ্ৰুত-নাম ব্যক্তিদের কথা কি করে”. নিবেদন করি ? চাণ –দেই জন্যইতো আরো শুনতে চাই। চর।—শুনুন তবে ; প্রথম শক্রপক্ষের বিষম পক্ষপাতী সেই, বৌদ্ধ সন্ন্যাসী ক্ষগণক । চাণ –(সহৰ্ষে স্বগত) আমাদের শত্রুপক্ষের বিষম পক্ষপাতী সেই ক্ষপণক ? ( প্রকাশ্যে ) তার নাম কি ? চর।—তাঁর নাম জীবসিদ্ধি । চাণ —আমাদের শক্রপক্ষের বিষম পক্ষপাতী সেই বৌদ্ধ-সন্ন্যাসী | তুমি কি করে জানলে ? চর।—কেননা, তিনিই তো অমাত্য রাক্ষসের প্রযুক্ত বিষকন্স : পৰ্ব্বতেশ্বরকে এনে দেন ।