পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুদ্র-রাক্ষস । 9יצ এই যমপট হাতে করে ঘরে ঘরে প্রবেশ করি, কেউ আমাকে সন্দেহ করতে পারে না—একদিন, ঘুরে ঘুরে শেষে মণিকার শ্ৰেষ্ঠী চন্দনদাসের গৃহে প্রবেশ করলেম । আর, সেখানে যমপট খুলে গান গাইতে আরম্ভ করলেম। চাণ।—তার পর, তার পর ? চর।—তার পর, একটা পর্দার ভিতর থেকে পঞ্চবর্ষ-বয়স্ক সৌম্যদর্শন একটি কুমার, বালক-সুলভ কৌতুকোৎফুল্ল-নয়নে বেরিয়ে আসছিল এমন সময় সেই পর্দার ভিতর থেকে “আছা হা বেরিয়ে গেল গো, বেরিয়ে গেল” এইরূপ ভয়ত্রস্ত স্ত্রীলোকদের একটা ঘোরতর কলরব শোনা গেল। তার পর, একটি স্ত্রীলোক দ্বারদেশ হতে একটুখানি মুখ বার করে’ বালকটিকে ভৎসনা করে কোমল বাহুলতা দিয়ে তাকে ধরলেন। কুমারকে ধরতে গিয়ে ব্যস্ততাপ্রযুক্ত, পুরুষ-অঙ্গুলীমাপে গঠিত এই অঙ্গুরী-মুদ্রাটি তার অজ্ঞাতসারে হস্ত হ’তে অঙ্গনে স্থলিত হয়ে প্রণামোদ্যত নববধূর ন্যায় আমার পায়ের কাছে গড়িয়ে এসে পড়ল। দেখলেম, আমাত্য রাক্ষসের নামাঙ্কিত, তাই অঙ্গুরীমুদ্রাটি নিয়ে এসে শ্ৰীচরণে অর্পণ করলেম। এই রকম করে’ই এই মুদ্রাটি হস্তগত হয়েছে। চাণ।—বাপু ! সমস্ত শুনলেম—এখন তুমি প্রস্থান কর। এই পরিশ্রমের পুরস্কার শীঘ্রই পাবে। চর —যে আজ্ঞা ঠাকুর। ( প্রস্থান।) চাণ।—শাঙ্গ বব ! শাঙ্গ রব ! শাঙ্গ রবের প্রবেশ । শিষ্য — গুরুদেৰ ! আজ্ঞা করুন।