>br মুদ্রা-রাক্ষস । স্বয়ং যাদের গুণ পরীক্ষা করেছি সেই সকল ব্রাহ্মণদের তোমার নিকট পাঠাচ্চি ।” প্রতী —যে আজ্ঞা ঠাকুর। (প্রস্থান) চাণ। শাঙ্গ রব ! শাঙ্গ রব ! আমার নাম করে বিশ্বাবস্বদের -তিন ভাইকে বল, বৃষলের কাছ থেকে আভরণাদি নিয়ে আমার সহিত যেন সাক্ষাৎ করে। শিষ্য । —যে আজ্ঞা গুরুদেব ! ( প্রস্থান ) চাণ –(স্বগত) পত্রের শেষাংশে তো এই কথাটা লিখতে হবে— পূৰ্ব্বাংশে কি লেখা যায় ? (চিন্তা করিয়া ) হুঁ মনে পড়েছে! চরদের কাছথেকে আমি জানতে পেরেছি, মেচ্ছরাজের সৈন্তমধ্যে প্রধানতম পাচটি রাজা পরম ভক্তি-সহকারে রাক্ষসের আনুগত্য স্বীকার করেছে। তারা হচ্চেঃ– কুলুত দেশের পতি, চিত্ৰবৰ্ম্ম নাম ; নৃসিংহ মলয়াধিপ, নাম সিংহনাদ ; কাশ্মীর-দেশাধিরাজ, নাম পুষ্করাক্ষ ; শক্ৰন্দম সিন্দুদেশ-রাজ সিন্ধুসেন ; প্রচুর-তুরঙ্গ-বল পারসীক-রাজ মেঘাক্ষ নামেতে খ্যাত ; এই পঞ্চ নাম লিখিলাম হেথা—অতঃপর চিত্রগুপ্ত কি আর করিবে ?—আমি করিমু সে কাজ ॥ (চিন্তা করিয়া ) অথবা নামগুলি এখন না লেখাই ভাল। কেননা, তারা এখনও প্রকাশ্যরূপে রাক্ষসের সঙ্গে যোগ দেয় নি। ( প্রকাশ্যে ) শাঙ্গৰ্বৰ ! শাঙ্গ রব !
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।