७धंशंध डॉक ! సె শিষ্যের প্রবেশ । শিষ্য — গুরুদেব আজ্ঞা করুন । চাণ।—ব্রাহ্মণের হস্তাক্ষর, যত্ন করে লিখলেও, প্রায়ই অস্পষ্ট হয়ে থাকে। অতএব আমার নাম করে সিদ্ধার্থককে বলঃ–(কানেকানে) এই পত্রের লিখিত কথাগুলি যার জন্য লেখা হয়েছে, স্বয়ং তারই পাঠ্য—শকটদাসের দ্বারা লিখিয়ে নিয়ে, শিরোনাম না দিয়ে, আমার নিকট পত্ৰখানি যেন নিয়ে আসে। চাণক্য লিখতে বলেছে, একথা যেন শকটদাসকে না বলা হয়। শিষ্য —যে আজ্ঞা গুরুদেব । ( প্রস্থান ) চাণ।-(স্বগত) যাক, মলয়কেতু এইবার পরাজিত হবে। লিপি হস্তে সিদ্ধার্থকের প্রবেশ । সিদ্ধার্থক।--জয়হোক্ ঠাকুরের জয় হোক । ঠাকুর । শকটদাসের স্বহস্তে লেখা এই সেই লিপি । চাণ —( গ্রহণ করিয়া নিরীক্ষণ ) বাঃ! কি সুন্দর হাতের লেখা । ( পাঠ করিয়া) দেখ বাপু, এই মুদ্রাটি দিয়ে এখন এইটি মুদ্রিত रुद्र लेिकि । ie সিদ্ধা —যে আজ্ঞা । (তথা করিয়া) ঠাকুর, এই নিন মুদ্রিত লিপিখানি—এখন, আর কি করতে হবে আজ্ঞা করুন। চাণ।—দেখ বাপু ! আমার নিজের একটি কাজে তোমাকে নিযুক্ত করতে চাই । সিদ্ধা –(সহৰ্ষে) ঠাকুর, সে আপনার অনুগ্রহ। আজ্ঞা করুম, দাসের দ্বারা কি কাজ হতে পারে।
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।