পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е মুত্র-রাক্ষস | চাণ।—দেখ বাপু ! প্রথমে তো বধ্যস্থানে গিয়ে, সরোষে ঘাতকদের ডান চোক টিপে ইঙ্গিত করবে, তারা সেই ইঙ্গিত গ্রহণ করে ভয়ের ছলে যখন ইতস্তত পলায়ন করবে, তখন শকটদাসকে সেখান থেকে নিয়ে এসে রাক্ষসের নিকট উপস্থিত করবে। রাক্ষস সুহৃদের প্রাণরক্ষায় পরিতুষ্ট হয়ে তোমাকে পারিতোষিক দিলে তা গ্রহণ করে, কিছুকাল রাক্ষসের সেবক হয়ে থাকবে। তার পর শক্ররা যখন নগরের নিকটবৰ্ত্তী হবে, তখন আমার এই কাৰ্য্যটি তোমাকে করতে হবে। (কানে কানে—“এই এই” ) সিদ্ধা — যে আজ্ঞা ঠাকুর । চাণ।—শাঙ্গ রব !—শাঙ্গ রব ! শিষ্যের প্রবেশ । শিধ্য —আজ্ঞা করুন গুরুদেব ! চাণ।—আমার নাম করে” কালপাশিককে, আর দণ্ডপাশিককে বলবেঃ—“বৃষলের আদেশ–এই জীবসিদ্ধি নামে বৌদ্ধসন্ন্যাসী যে রাক্ষসের দ্বারা নিয়োজিত হয়ে বিষকন্যার দ্বারা পৰ্ব্বতেশ্বরকে বধ করে, দোষ ঘোষণা করে* অপমানের সহিত যেন তাকে নগর হতে নিৰ্ব্বাসিত করা হয় । শিষ্য —যে আজ্ঞা গুরুদেব। (পরিক্রমণ) ' চাণ —আর একটু দাড়াও বৎস! আর একজন শকটদাস নামে কায়স্থ, ষে রাক্ষসের দ্বারা নিযুক্ত হয়ে, আমাদের শরীবের অনিষ্ট চেষ্টায় নিয়ত তৎপর, দোষ-ঘোষণা করে তাকেও যেন শূলে দেওয়া হয় আর তার গৃহজনদেরও ৰেন কারাবন্ধ করা হয় । - t