পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@jश्रृंधं पञझ । S X শিষ্য।—যে আজ্ঞা গুরুদেব । ( প্রস্থান । ) চাণ –(চিন্তা করিয়া স্বগত) রাত্মা.রাক্ষস কি গৃহীত হবে ? সিদ্ধ —ঠাকুর, গৃহীত— চাণ।--(স্বহর্ষে স্বগত) কি আশ্চৰ্য্য ! রাক্ষস গৃহীত ? (প্রকাশ্যে) বাপু ! কে গৃহীত বলচ ? n সিদ্ধা –আমি বলছিলেম, ঠাকুরের আদেশ তে গৃহীত হ’ল, এখন আমি কাৰ্য্য-সিদ্ধির চেষ্টায় যাই। চাণ।- ( অজুরী-মুদ্রাঙ্কিত লিপি অর্পণ করিয়া) বাপু সিদ্ধার্থক তুমি যাও—তোমার কার্য্য যেন সিদ্ধ হয়। সিদ্ধা।—যে আজ্ঞা । ( প্রণাম করিয়া প্রস্থান ) শিষ্যের প্রবেশ । শিষ্ট –গুরুদেব ! কালপাশিক ও দণ্ডপাশিক গুরুদেবের নিকট নিবেদন করচেনঃ—“মহারাজ চন্দ্রগুপ্তের আদেশ-অনুযায়ী কাৰ্য্য আরম্ভ হয়েছে । চাণ —বেশ বেশ । বৎস! মণিকার-শ্রেষ্ঠী চন্দনদীসকে আমি এখন দেখতে ইচ্ছা করি । শিষ্য —যে আজ্ঞা । ( প্রস্থান কুরিয়া চন্দনদাসের সহিত পুনঃ প্রবেশ ) এই দিকৃদিয়ে শেঠজি, এই দিক্ দিয়ে। চন্দন –(স্বগত) নিষ্ঠুর চাণক্য ডেকেছেন একথা শুনলে নির্দোষ জনেরও শঙ্কা হয়—আমি তো তাতে দোষী। আমি তাই ধনসেন প্রভৃতি তিনটি বণিককে বলেছি, “কি জানি যদি চাণক্য ছরাচার আমার গৃহে প্রবেশ করে, তাই তোমরা সাবধানে অমাত্য রাক্ষসের গৃহজনকে আমার গৃহ হতে অন্যত্র নিয়ে যাও, আমার যা হবার তা হবে।”