পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

पgधंधम जइ । *V3 চাণ —ভাল, তাই যদি হয়, সন্তুষ্ট প্রজাদের নিকট রাজার প্রিয় কার্য্যের প্রত্যাশা কি করতে পারেন না;? চন্দ।—ঠাকুর আজ্ঞা করুন, আমাদের নিকটে কত অর্থ চান ? চাণ –ও গো শেঠজি, এ চন্দ্রগুপ্তের রাজ্য, নন্দের রাজ্য নয় । অর্থলোভী নন্দের কেবল অর্থ-সম্বন্ধ, তাতেই তার প্রীতি উৎপন্ন হত—কিন্তু চন্দ্রগুপ্তের তা নয়, তোমাদের মুখেই তার সুখ । চদ –(সহৰ্ষে ) ঠাকুর, আমাদের প্রতি র্তার যথেষ্ট অনুগ্রহ। চাণ।—ও গো শেঠজি, কিসে সেই প্রীতি উৎপন্ন হয়, তা তো তুমি জিজ্ঞাসা করলে না ? চন্দ ।--কিসে হয়, আজ্ঞা করুন ঠাকুর। চাণ —সংক্ষেপে বলতে গেলে, রাজাদের প্রতি অবিরুদ্ধ ব্যব হারে । চন্দ।—এরূপ রাজ-বিরোধী বলে’ ঠাকুর কাউকে কি জানেন ? চাণ।—প্রথমতঃ তুমিই তো একজন। চন্দ্র –(কানে আঙ্গুল দিয়া ) ও পাপ কথা মুখে আনতে নেই— অগ্নির সহিত তৃণের বিরোধ কিরূপে সম্ভব হতে পারে ? চাণ –এই যেমন তুমি বিরোধ করচ–তুমি তো রাজার অনিষ্টকারী রাক্ষসের গৃহজনকে তোমার নিজ গৃহে এনে এখনও রক্ষা করচ । চনা।—ঠাকুর একথা সমস্তই অলীক ; কোন দ্বরাচার ঠাকুরকে এসব কথা বলেছে ? চাণ।—ওগো শেঠুজি, কেন বৃথা আশঙ্কা করচ ? চিরকালই পূৰ্ব্ব রাজার অনুচরগণ প্রাণভয়ে ভীত হয়ে পৌরজনদের অনিচ্ছা সত্বেও তাদের গৃহে গৃহজনদের ফেলে দেশান্তরে প্রস্থান করে,