পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*dषं★ बड़ ! २१ ( প্রকাশুে ) চন্দনদাস ! এই তোমার সঙ্কল্প ? চনা।—ই, এই আমার স্থির সঙ্কল্প। চাণ।—(সক্রোধে) দুরাত্মা দুষ্ট বণিক ! এইবার তবে রাজকোপ ভোগ কর । চন্দ।--( বাহু প্রসারণ করিয়t ) আমি গ্রন্তত আছি । ঠাকুর । জাপ নার অধিকার-অনুরূপ কাৰ্য্য অনুষ্ঠান করুন। চাণ।–(সক্রোধে ) শাঙ্গ রব । আমার নাম করে, কালপাশিক ও দওপাশিককে বল, এই দুষ্ট বণিককে যেন যথোচিত শাস্তি দেওয়া হয়। —না না না—একটু দাড়াও—তাদের না বলে’ দুর্গ-গাল ও বিজয়পালকে এই কথা বলঃ—তার গৃহ-রক্ষিত ধনাদি গ্রহণ করে', পুত্র কলত্রের সহিত যেন ওকে কারারুদ্ধ করা হয়। আমি ততক্ষণ রাজাকে এই সব কথা জানিয়ে আসি। তিনি নিশ্চয়ই সৰ্ব্বস্ব-হরণ দণ্ড ও প্রাণদণ্ডের আদেশ করবেন। শিষ্য —যে আজ্ঞা গুরুদেব। এই দিক্ দিয়ে শেঠজি এই দিক্ দিয়ে। চনা –(উখান করিয়া) ঠাকুর । আসি তবে । আমার সৌভাগ্য, মিত্রের কার্ঘ্যে আমার প্রাণ যাচ্চে-নিজের দোষে নয়। (পরি ক্রমণ করিয়া শিষ্যের সহিত প্রস্থান ) চাণ –(সহৰ্ষে) যাকু—রাক্ষস এইবার হস্তগত । কেন না, রাক্ষসের এ বিপদে ক্ষপ্রিয় বস্তর মত অক্লেশে চন্দন-দাস ত্যজিতেছে প্রাণ; চন্দন-বিপদে পুন, করিবে রাক্ষস মন্ত্রী নিশ্চয় আপন প্রাণে অতি তুচ্ছ জ্ঞান।