এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথম অঙ্ক । ૨૪ গেছে যারা হৃদে কিছু করিয়া ধারণ যাক তারা—কি করিবে ?—বৃথাই শোচন । এখনো যাহারা আছে—যায় যাক চলি, থাকে যেন শুধু মোর বুদ্ধিটি কেবলি ; —যে বুদ্ধি-প্রভাবে নন্দ-বংশ হল ক্ষয়, ষে বুদ্ধি-প্রভাবে শক্ৰ করিলাম জয়, যে বুদ্ধি অভীষ্ট কাৰ্য্য করিতে সাধন শতাধিক সৈন্ত-বল করে গো ধারণ ॥ (উখান করিয়া আকাশে) এইবার ঘরাত্মা ভদ্রভট্ট প্রভৃতিকে ধৃত করব। (স্বগত) দুরাত্মা রাক্ষস ! তুই এখন আর কোথায় যাবি ? অরণ্যের গজসম, উত্তেজিত বল-মদে স্বচ্ছন্দ্ৰে করিতেছিস একাকী বিহার। সাধিতে রাজার কার্য্য, আবদ্ধ করিব ও৭ে বশীভুত করি তোরে বুদ্ধিতে আমার ॥ প্রথম অঙ্ক সমাপ্ত ।