পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(రిg মুত্র-রাক্ষস । মহালাজ যাক্টর প্রিয় আত্মজ ভাবিয়া পুষিলেন এত দিন যতন করিয়া সেই চন্দ্রগুপ্ত ব্যাঘ্র-শিশুর সমান সবংশে হরিল নন্দ-রাজের পরাণ । বুদ্ধি-শরে এবে তার করির গো মর্ম বিদারণ বৰ্ম্ম হয়ে দৈব যদি ঈর্ষ।-ভরে না করে রক্ষণ ॥ মলয়কেতুর কথু কী জাজলির প্রবেশ । কধু – চাণক্য-নীতিতে যথা, নন্দ-বংশ হয়ে ধ্বংশ, প্রতিষ্ঠিত রাজ্যে মৌর্য্যকুল ; তেমতি বাৰ্দ্ধক্যে মোর, কামনা হইয়া নষ্ট আমাতে গো ধৰ্ম্ম বদ্ধমূল । অমাত্য রাক্ষস যথা, করি বিধিমতে চেষ্টা তবু নাহি পারে জিনিবারে, তেমতি আমারো লোভ, ভোগে বৃদ্ধি লভিয়াও তবু ধৰ্ম্ম নাশিতে না পারে। ( দেখিয়া ) এই যে অমাত্য রাক্ষস । ( পরিক্রমণ করিয়া নিকটে অগ্রসর ) অমাত্যের কল্যাণ হোক্‌ ! রাক্ষ —জাজলি, নমস্কার! দেখ প্রিয়ম্বদক, এর জন্ত একটা আসন নিয়ে এসে । প্রিয়ং।—এই ষে আসন—বক্ষন মশায় । কঙ্কুকী –(উপবেশন করিয়া ) কুমার মলয়কেতু অমাত্যকে এই কথা জানাতে বলেছেনঃ—অনেক দিন হতে আপনি সৰ্ব্ব প্রকায়