পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिउँौब्र चड़ । Woot দেহ-সংস্কার পরিত্যাগ করায় কুমার মলয়কেতুর হৃদয় অত্যন্ত ব্যথিত হয়েছে। স্বামী-গুণ সহসা বিস্তৃত হওয়া আপনার পক্ষে ছুক্ষর-বটে, তবু কুমারের এই অনুরোধটি আপনার রক্ষণ করা কৰ্ত্তব্য ( আভরণাদি দেখাইয়া ) অমাত্য ! এই আভরণগুলি কুমার নিজ অঙ্গ হতে খুলে আপনার জন্য পাঠিয়েছেন—এইগুলি অনুগ্রহ করে আপনি ধারণ করুন। রাক্ষ –দেখুন জাজলি, আমার নাম করে কুমারকে বলবেন কুমা রের গুণপক্ষপাতী হয়ে আমি স্বামী-গুণও বিস্তৃত হয়েছি। কিন্তু যাবৎ না সমুদয় রিপুদল একেবারে করি’ নিঃশেষিত, তব স্বর্ণসিংহাসন “সুগাঙ্গ”-প্রাসাদে আমি করি প্রতিষ্ঠিত, তাবৎ শোনোগে নৃপ শক্ৰ-অপমান-গ্ৰস্ত এই দীন দেহে কিছুমাত্র অলঙ্কার কেমনে ধারণ আমি করিব বল হে ॥ কঞ্চ –এরূপ ম্যুরোধ কুমার আর কাহাকেও করেন না-অষ্ঠের পক্ষে এ অতি স্কুল ভ—অতএব আপনি তার এই গ্ৰথম অমুরোধটি মান্ত করুন। রাক্ষ —মহাশয়, কুমারের ন্যায় আপনার বাক্যও অলঙ্ঘনীয়— অতএব আপনি আদেশ অনুযায়ী কাৰ্য্য করুন। ককু —(ভূষণাদি পরাইয়া দিয়া) আপনার কল্যাণ হোক! এখন তবে আমার কাজে যাই । , রাক্ষ।--প্ৰণাম মহাশয় !