পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भूझ-ब्रांकन । שס\ কঞ্চ –আমাব কাজে চলেম। ( প্রস্থান ) রাক্ষ ।—প্রিয়ম্বদক । জেনে এসে তো, আমার সহিত • সাক্ষাৎ করবার জন্ত কে স্বারে দাড়িয়ে আছে । প্রিয়ং —ষে আজ্ঞা । ( প্রস্থান করিয়া সাপুড়িয়াকে দেখিয়া ) কে গো তুমি ? সীপু। — বাপু ! আমি সাপুড়ে, আমার নাম জীর্ণবিষ—অমাত্যকে আমি সাপ-খেলা দেখাতে চাই। প্রিয়ং। — দাড়াও—আমি অমাতাকে জানিয়ে আসি । ( বাক্ষসের নিকট গিয়া ) মন্ত্ৰী-মশায়, একজন সাপুড়ে আপনাকে সাপ-খেলা দেখাতে চাচে । রাক্ষ – বামাক্ষির স্পন্দন-স্বচনায় স্বগত) একি ! প্রথমেই সৰ্প দর্শন ? ( প্রকাস্তে ) প্রিয়ম্বদক! সাপখেলা দেখতে আমার কৌতুহল নেই—ওকে কিঞ্চিৎ পারিতোষিক দিয়ে বিদায় কর । প্রিয়ং। —যে আজ্ঞা । (পেস্থান কবিয়া সাপুডের নিকট আসিয়া ) দশন করে আর কি হবে-অদর্শনেই এই তোমার ফল লাভ হল । o সাপু।–বাপু আমার নাম করে অমাত্যকে বল, আমি শুধু সপোপজীবী নই, আমি একজন কবিও বটে, তা যদি অমাত্য, দর্শন দিয়ে আমাকে অনুগৃহীত না করেন, তবে অনুগ্রহ করে অন্ততঃ এই পত্রটি পাঠ করুন। প্রিয়ং —( পত্র লইয়ী রাক্ষসের নিকট আগমন ) অমাত্য-মশায়, সেই সাপুড়ে বলচে, সে কেবল সৰ্পোপজীধী নয়—সে একজন