পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बिउँौग्न चक्क । ●● প্রবৃত্ত হলেন। অমাত্য ! আপনারই নিযুক্ত দারুবৰ্ম্ম নামে স্বত্ৰধার তাকে চন্দ্রগুপ্ত ভেবে তার নিধনের জন্ত যন্ত্র তোরণ পুৰ্ব্বহতেই সজ্জিত করে রেখেছিল। তার পর, বাছনস্থিত চন্দ্রগুপ্তের অনুযাত্রী ভূপালগণ পুরদ্বারের বাহিরে বাহনদের থামিয়ে রাখলেন—কেবল বৈরোধকই একাকী অগ্রসর হলেন। তার পর, অমাত্য ! আপনারই নিযুক্ত “বর্বরক” নামে চঞ্জগুপ্তের মাহুৎ, কণক-শৃঙ্খল-বিলম্বিত কণক-দও হতে একটি গুপ্ত ছোরা টেনে বার করলে । রাক্ষ —উভয়েরই যত্ন অস্থানে প্রযুক্ত –তার পর, তার পর ? বিরা।—তার পর, ছুরিকা আকর্ষণের সময়, মাহতের জঘনাঘাতে উত্তেজিত হয়ে করিণী অতি বেগে চলতে লাগল। তার পর, যেরূপ মন্দগতিতে হস্তিনী পূৰ্ব্বে অগ্রসর হচ্চিল, সেই গতি-অমুসারেই প্রথমে লক্ষ্যস্থির করা হয়,কিন্তু এই সময়ে হস্তীর গতি আবার দ্রুত হওয়ায় লক্ষ্যভ্রষ্ট হয়ে অসময়ে যন্ত্র-তোরণ পতিত হল—তাই দেখে দাকবর্ঘ ছুরিক বার করে’, চন্দ্রগুপ্ত মনে করে বৈরোধককে আঘাত করতে উদ্যত হল, কিন্তু, তাতে কৃতক;ধ্য • 1 হলে ববরক বেচ,র। কে বধ করলে । তার পর, দারুব র্য। মনে কর’ে, যন্ত্র তোর পাতে কাৰ্য্য সিদ্ধি হলনা, চন্দ্রগুপ্ত কর্তৃক নশ্চয়ই তার প্র গদ গু হবে--ই মনে করে’, শীঘ্ৰ উত্ত তে রণদেশে অরোহণ করে”, যন্ত্র চালনের মূল বীজ সেই লৌহ কালকট উঠিয়ে নিয়ে করিণীপৃষ্ঠারূঢ় সেই নিরপর,ধ বৈরোধককে চন্দ্রগুপ্ত-ভ্ৰমে নিহত করলে । স্বাক্ষ –কি সৰ্ব্বনাশ ! দুইটি বিষম অনর্থ উপস্থিত হল। চন্দ্রগুপ্ত