88 মুত্র-রাক্ষস । নিহত হল না—নিহত হল বৈরোধক আর বর্বরক। (আবেগ, সহকারে স্বগত) এরাতো নিহত হল না, দৈব আমাদেরই নিহত করলেন । ( প্রকাশ্যে ) আচ্ছ এখন সেই. সুত্ৰধার দারুবৰ্ম্ম কোথায় ? বির। —বৈরোধকের সন্মুখে যে সব পদাতিরা ছিল তার লোষ্ট্রা ঘাতে তাকে বধ করলে । রাক্ষ —{সাশ্র লোচনে ) কি কষ্ট ! কি কষ্ট ! আহা ! প্রিয় সুহৃদ দারুবৰ্ম্ম আমাকে ছেড়ে চলে গেলেন ? আচ্ছা, সেই ভিধক্ অভয়-দত্ত কি কাজ করলেন ? বিরা।—অমাত্য, তার যা করবার তিনি সমস্তই করেছেন । রাক্ষ –(সহৰ্ষে ) হুমতি চন্দ্রগুপ্ত কি নিহত হয়েছে ? বিরা।—ন অমান্ড্য, দৈবক্রমে তিনি বেঁচে গেছেন। রাক্ষ –(সবিষাদে ) তবে যে তুমি পরিতুষ্ট হয়ে বল্পে সমস্তই করেছেন, তার অর্থ কি ? বিরা —অমাত্য ! তিনি চন্দ্রগুপ্তের জন্য বিষচর্ণ মিশ্র ঔষধ প্রস্তুত করেছিলেন। কিন্তু ছৰ্মতি চাণক্য কনক-পাত্রে তার বর্ণাস্তর উপলব্ধি করে চন্দ্রগুপ্তকে বলে –“বৃষল ! বৃষল ! এ ঔষধে বিষ আছে, পান কোরে ন৷ ” রাক্ষ।—এই বটুটা ভারি শঠ। আচ্ছ,তার পর সেই বৈদ্যের কি হল? বিরা –সে ঔষধ সেই বৈদ্যকেই পান করান হল—আর তাতেই তার মৃত্যু হল । রাক্ষ।--(সবিষাদে ) আহাহা । তাহলে বলনা কেন, মহান বিজ্ঞানরাশিই গত হয়েছেন । আচ্ছা, চন্দ্রগুপ্তের শয্য-সংক্রান্ত প্রধান কৰ্ম্মচারী প্রমোদকের কি হ’ল ?
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।