পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उिँौम्न अङ्ग । S& বিরা —সেও নিহত হয়েছে। রাক্ষ —( সোদ্বেগে ) কি রকম করে’ ? বিরা –সে লোকটা অতি মূখ। অমাত্য ! আপনারই প্রদত্ত বিপুল অর্থরাশি লাভ করে”, বিপুল ব্যয়-সহকারে সে সম্ভোগ আরম্ভ করেছিল। তার পর, “কোথা হতে তোমার এত প্রভূত ধনাগম হল”—এই কথা তাকে জিজ্ঞাসা করায় পরম্পর-বিরোধী সে অনেক কথা বল্লে—তাতে দুর্মত চাণক্য কোন বিচিত্র উপায়ে তাকে বধ করতে আদেশ করলেন । রাক্ষ —(সোদ্বেগে ) এস্থলেও দৈব আমাদের কার্থেীর প্রতিবন্ধক হলেন । আচ্ছ, রাজ-শয়ন-গৃহের অভ্যস্তরস্থ স্বরঙ্গে অবস্থান করে আমাদের নিযুক্ত বীভৎসক প্রভৃতি কৰ্ম্মচারীরা, নিদ্রিতাবস্থায় চন্দ্রগুপ্তকে যে বধ করবে বলেছিল, তার কি হল ? বিরা —অমাত্য, সে অতি দারুণ বৃত্তান্ত । রাক্ষ –(সাবেগে ) দারুণ বৃত্তান্ত কিরূপ ? হুমতি চাণক্য তো জানতো না, স্বরঙ্গের মধ্যে তাদের বাস ? রিরা -জানতে বৈ কি। রাক্ষ –কি করে জানলে ? বিরা —প্রথমে চন্দ্রগুপ্ত ভবনে যেই প্রবেশ করলেন, অমনি হ্রাত্মা চাণক্য শয়ন-গৃহের চারিদিক ভাল করে দেখেনিলে। তার পর একটা ছিদ্র হতে, ভাতের কণা নিয়ে একসার পিপড়ে বেরিয়ে আসচে দেখতে পেয়ে মনে করলে অবশ্যই ঘরে মনুষ্য আছে ; তাই ঘরের ভিতরে আগুন ধরিয়ে দিলে। বীভৎসক প্রভৃতি বেরোবার পথ না পেয়ে গৃহ-জাহে দগ্ধ হয়ে নিহত, হল |