পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ष्ट्रेिडौञ्च अङ्ग । 8 স্বাক্ষ —সখী! প্রারব্ধ কাৰ্য্য ত্যাগ করা উচিত নয়—এখুব ঠিক্‌ কথা । তার পর, তার পর ? বিরা –সেই অবধি দুৰ্ম্মতি চাণক্য সহস্ৰগুণে অধিক সাবধান হয়ে, “এ ব্যক্তি হতে চন্দ্রগুপ্তের এই অনিষ্ট হবে” । এইরূপ পূৰ্ব্বহতেই আশঙ্কা করে কুসুমপুর-নিবাসী নন্দামাত্যের অমুগত তাবৎ লোককেই নিগৃহীত করলেন । স্বাক্ষ —( আবেগ-সহকারে ) আচ্ছা বয়স্য, কে কে নিগৃহীত হ’ল বল দিকি ? বিরা —অমাত্য ! প্রথমেই তো বৌদ্ধ-সন্ন্যাসী জীবসিদ্ধি অপমানের সহিত নগর হতে নিৰ্ব্বাসিত হল । রাক্ষ –(স্বগত) এ দণ্ড তার পক্ষে অসহ্য নয়। তার পরিবার নেই—তার পক্ষে স্থানচুতি বিশেষ কষ্টকর হবে না। (প্রকাতে) সখা, কি অপরাধে তার নির্বাসন হল ? বিরা।—“সে দুরাত্মা রাক্ষসের কথামত বিষকন্যা দ্বারা পৰ্ব্বতেশ্বরকে বধ করে”—এই অপরাধে । রাক্ষ।-(স্বগত) সাধু চাণক্য সাধু ! নিজ অপযশ তব করি,পরিহার, চাপাইলে আমাপরে সব দোষভার। অৰ্দ্ধরাজ্যভাগী সেই পৰ্ব্বতেশে নাশি’ একনীতিবীজে তৰ বহু ফল-রাশি ॥ ( প্রকাশ্যে ) তার পর—তার পর ? বিরা।—তার পর, “চন্দ্রগুপ্তকে বধ করবার জন্য শকটদাস, দারুবৰ্ম্ম প্রভৃতিকে নিয়োজিত করেছিল”—এই কথা ঘোষণা করে’ দিয়ে, শকট দাসকে শূলে চড়িয়ে দেওয়া হল ।