পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8w মুত্র-রাক্ষস । রাক্ষ –(সাশ্রলোচনে) হা লখা শকটদাস । তোমার এরূপ মৃত্যুদও নিতান্তই অস্কার। তবে স্বামীর জন্য তুমি প্রাণ দিয়েছ, তাই তোমার জন্য শোক করা উচিত নয়। এস্থলে আমরাই শোচনীয় ; যেহেতু, ননীবংশ ধ্বংশ হবার পরেও আমরা বাঁচতে ইচ্ছা করচি। বিরা।--অমাত্য ! সে কথা ঠিক নয়—আর কিছুর জন্য না হোকৃ, স্বামীর কার্য্য সাধনার্থেই আমাদের এখনও জীবন ধারণ করা প্রয়োজন । রাক্ষ —সখা ! এই জন্য আমরাও করিয়াছি জীবনে বাসনা —না করে কৃতঘ্নজন মৃতরাজে কভু আরাধনা ৷ সখা, আর আর মুহৃদদের কি বিপদ ঘটুল বল দিকি—আমি এখন সৰই শুনতে প্রস্তুত । বিরা —তার পর, চন্দনদাস ভীত হয়ে, অমাত্য ! আপনার পুত্র কলত্র পরিবারকে স্থানান্তরিত করলেন । স্বাক্ষ —সখা, তাহলে চানদাস ক্রর মতি চাণক্য বঁটুর বিরুদ্ধে কাজ করেছেন । বিরা।-অমাত্য ! সুহৃদের বিরুদ্ধে কাজ করলে আরও অন্যায় श्ड । রাক্ষ —তার পর, তার পর ? বিরা --তার পর, চাণক্য বটুর অনুরোধ-ক্রমেও যখন অমাত্যের পুত্র-কলত্রকে চন্দনদাস সমর্পণ করলেন না, তখন চাণক্য-বটু কুপিত হয়ে— স্বাক্ষ।--নিশ্চয়ই র্তাকে বধ করলেন। विब्रां -ना अभांडा ! दष कtब्रननि किरु शृश्ङ्ग शनमण्*खि नभज