পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢रे মুত্র-রাক্ষস । মণিকার শ্রেষ্ঠা আছেন। তার গৃহদ্বারে এটি পড়েছিল—আমি কুড়িয়ে পেয়েছিলেম। রাক্ষ —সম্ভব । সিদ্ধা।—অমাত্য ! কিসে সম্ভব মনে করলেন ? রাক্ষ —সথা ! ধনীদের দ্বারেই এইরূপ হস্তচু্যত দ্রব্য পাওয়া যায়। শক।—সখা সিদ্ধার্থক ! অমাত্য-নামাঙ্কিত এই মুদ্রাটি তুমি দেও, মমাত্য অর্থ দিয়ে তোমাকে পরিতুষ্ট করবেন। সিদ্ধা —অমাতা এই মুদ্রাটি অনুগ্রহ করে’ গ্রহণ করলেই আমার ষথেষ্ট পবিতোষ হবে—আমি আর কোন পারিতোষিকের প্রার্থী নই। ( মুদ্র সমর্পণ ) রাক্ষ —দেখ সখা শকটদাস! তোমার অধিকারভুক্ত কার্য্যে এই মুদ্রাটি ব্যবহার কোরে । শক —ৰে আজ্ঞা অমাত্য । সিদ্ধা —অমাত্য । একটা কথা নিবেদন করব কি ? রাক্ষ।-বাপু ! বিশ্বস্তভাবে অসংকোচে বল । সিদ্ধ। --অমাত্য তো জানেনই, দুর্মষ্টি চাণক্যের কোন অপ্রিয় কাজ করে পাটলীপুত্রে পুনৰ্ব্বার প্রবেশ করা আমার পক্ষে অসম্ভব , তাই আমার ইচ্ছ, এখানে থেকেই অমাত্যের শ্ৰীচরণ সেবা করি । রাক্ষ —বাপু, সে তো মুখের বিষয় । তোমার মত প্রিয় মিত্রকে কাছে রাখাই অামাব ইচ্ছ—তুমি আপনিই যখন সেইরূপ অভি প্রায় ব্যক্ত করলে, তখন আর সে বিষয়ে তোমাকে আমার অনুরোধ করতে হুল না। হুঁ, তুমি আমার কাছেই খাকে । বিরা। —( সহৰ্মে , ক্ষমুখৃহীত হলেম ।