পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

愈需 মুদ্র-রাক্ষল । বিরা ।—ৰে আজ্ঞা অমাত্য । ( প্রস্থান ) একজন রক্ষীর প্রবেশ । রক্ষী –মমাত্যের জয় হোক! অমাত্য ! শকটদাল এই কথা আমাকে জানাতে বল্লেন, এই তিনটি অলঙ্কার একজন বিক্ৰী করতে এনেছে ; তা, এইগুলি আপনি একবার দেখুন। রাক্ষ – দেখিয়া স্বগত) ও ! এগুলি যে মহামূল্য অলঙ্কার। বাপু ! শকটদাসকে বল, বিক্রেতাকে যথোচিত মূল্য দিয়ে এগুলি যেন গ্রহণ করা হয় । রক্ষী —যে আজ্ঞা । ( প্রস্থান ) রাক্ষ —আমিও ততক্ষণ একজন উষ্ট্রারোহীকে কুসুমপুরে পাঠাই। (উঠিয়া ) দুরাত্মা চাণক্যের সহিত চন্দ্র গুপ্তের ভেদসাধন কি হবে ?—আমার অভীষ্ট সিদ্ধ হয় কি না দেখা যাকৃ। মৌর্য্যরাজ চন্দ্র গুপ্ত সৰ্ব্বরাজ-অধিরাজ হয়ে এবে আছে তেজ-ভয়ে, *অামারি আশ্রয়ে রাজা চন্দ্র গুপ্ত”–চাণকোরো এই গৰ্ব্ব জাগিছে অন্তরে । ঞ্জেকজন রাজ্য লাভে হইয়াছে কৃতকাৰ্য্য—অন্যজন প্রতিজ্ঞার কাজে ; উভয়ের সফলতা এই অবসর লভি ঘটাইবে ভেদ দোহা-মাঝে। (সকলের প্রস্থান ) দ্বিতীয় অঙ্ক সমাপ্ত ।