পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qe মুদ্র-রাক্ষস | যতনে প্রসন্ন করি* মার্গে জালি কোন যুতে কৃশাঙ্গী দেবীকে লয়ে ষায় তীরে সিন্ধু-পতির সমীপে ॥ ( চারিদিকে অবলোকন করিয়া ) একি ! কুসুমপুরে আজ কৌমুদী-উৎসবের উদ্যোগ দেখুচি নে কেন ? আচ্ছা, বৈহীনরা আমার নাম করে কুসুমপুরে আজ কৌমুদী-মহোৎসবের ঘোষণা করে দিয়েছিলে তো ? কধু —মহারাজ, ঘোষণা করেছিলেম বৈ কি। রাজা ।—তবে কেন পৌরজনেরা আমাদের আদেশ-অনুসারে কাজ করচে না ? কধু।–(কান ঢাকিয় ) সে কি কথা মহারাজ ? মহারাজের আজ্ঞা ইতিপূৰ্ব্বে কেহই লঙ্ঘন করতে সাহস করে নি-আজ কি না তা পৌরজনের লঙ্ঘন করবে ? রাজা -তবে, বৈহীনরা এখনও পৌরজনদের উৎসবে প্রবৃত্ত দেখুচি না কেন ? দেখ — ঘন-জঘন অলস-গতি বারাঙ্গনী যত কথা-চতুর নাগর-সমে না শোভয়ে পথ। পরসপরে স্পরধা করি’ গৃহের বিভবে স্ত্রীগণ-সনে প্রধান জনে না মাতে উৎসবে ॥ কধু —মহারাজ, তাই বটে। রাজা –কি বলচ ? কধু ।--ই তাই বটে মহারাজ। রাজা।—ম্পষ্ট করে জল; এর কারণ কি ?