পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूठौघ्र अझ । צלי কধু —মহারাজ, কৌমুদী-উৎসব এবার নিষিদ্ধ হয়েছে। রাজা –(সক্রোধে ) জাঃ ! কে নিষেধ করলে ? কধু —মহারাজ ! আর অধিক নিবেদন করতে আমরা অক্ষম। রাজা –চাণক্য নিশ্চয়ই এরূপ রমণীয় দৃপ্ত হতে দর্শকগণকে বঞ্চিত করেন নি ? o কধু —মহারাজ ! প্রাণের মায়া ছেড়ে অন্ত আর কে মহারাজের আজ্ঞা উল্লঙ্ঘন করতে পারে বলুন ? রাজা ।—শোনোত্তরে । আমি উপবেশন করতে ইচ্ছা করি। প্রতী —মহারাজ ! এই সিংহাসনে উপবেশন করুন। রাজা – (উপবেশন করিয়l ) দেখ বৈহীনর ! চাণক্য-ঠাকুরকে দেখতে চাই । কধু —যে আজ্ঞা মহারাজ। (গ্রস্থান ) দৃশ্ব-চাণক্যের ভবন । কোপ মিশ্রিত চিন্তা সহকারে চাণক্য আসীন। চাণ –(স্বগত) হতভাগ্য জরায়ু রাক্ষস কি করে আমার সহিত স্পৰ্দ্ধা করে ? চাণক্য অপমানিত কুপিত ভুজঙ্গসম পুর হতে করিয়া প্রস্থান নন্দেরে বধিয়া যথা মৌর্য্যরাজ চক্রগুপ্তে করিলেন সিংহাসন দান, সেইরূপ বুদ্ধিবলে চন্দ্র-গুপ্ত-চন্দ্ৰশোভা করিবেন রাক্ষস হরণ ?