পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूउँौञ्च जज्ञ । や" কখনই অধিকারস্থ কৰ্ম্মচারীকে বিনা.প্রয়োজনে আহবান করেন না। অতএব, প্রয়োজনটা কি স্পষ্ট করে’ বল । রাজা –কৌমুদী-উৎসব নিষেধের উপকারিতা ঠাকুর কিরূপ বুঝে ছেন তাই জানতে ইচ্ছা করি। চাণ।—(ঈষৎ হাসিয়া) বৃষল, তবে দেখচি তিরস্কারের জন্যই আমাকে ডাকা হয়েছে। o রাজা –শিব শিব ! সে কি কথা ? নানা ঠাকুর,—তিরস্কারের জন্য नग्न । চাণ।—তবে কিসের জন্ত ? রাজা ।—উপদেশ লাভের জন্য । চাণ।—বুম্বল ! তাহলে অবশু উপদেষ্টার অভিপ্রায়-অমুসারে উপদিষ্ট ব্যক্তির চলা কর্তব্য । রাজা –ঠাকুর তাতে আর সন্দেহ কি, কিন্তু আমি জানি, নিম্প্রয়োজনে ঠাকুর কোন কার্য্যে প্রবৃত্ত হন না—তাই আমি এই প্রশ্ন করেছিলেম । চাণ –বুৰল তুমি ঠিক বুঝেছ। চাণক্য বিনাপ্রয়োজনে স্বপ্নেও কোন কাজ করেন না । রাজা। —তাই ঠাকুর, শিষ্যভাবেই আমি এই বাচালত প্রকাশ করতে সাহসী হয়েছি । চাণ।—শোনো বৃষল ! অর্থ-শাস্ত্রকারেরা ত্ৰিবিধ রাজ্য-তন্ত্রের বর্ণনা করেন। যথা :–রাজায়ত্ত, সচিবায়ত্ত এবং উভয়ায়ত্ত। এখন, সচিবায়ত্ত তন্ত্রের অনুসন্ধানে তোমার কি প্রয়োজন ? যেহেতু আমিই সেই জন্য নিযুক্ত হয়েছি—সে সব জানা আমারই कांछ ।