পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● মুত্র-রক্ষিল। ওরে দুরাত্মা রাক্ষস ! এ তুই বেশ জানিস, কুটীল-নীতি চাণক্য এখনও জাগ্ৰত । রাজা।-দেখ বৈহীনর ! এই দুই জন বৈতালিককে শত সহস্ৰ মুবর্ণমুদ্র দিতে ৰল । কধু –যে আজ্ঞা মহারাজ । ( উঠিয়া পরিক্রমণ) চাণ।—(সক্রোধে ) বৈীনরা ! দাড়াও-যেওনা । দেখ বৃষল! এই অপাত্রে কেন এত অর্থ বিসর্জন করচ ? রাজা –(সকোপে ) ঠাকুর । আপনি প্রত্যেক বিষয়েই আমার ইচ্ছায় বাধা দেন–আমি দেখুচি, এ আমার রাজ্য নয়— এ আমার কারাগার । চাণ।—যে রাজার রাজ-কাৰ্য্য নিজে দেখেন না, তাদের সম্বন্ধে এই সব দোষ ঘটতেই পারে। যদি তোমার এসব সহ না হয়, তাহলে তুমি এখন হতে নিজেই কেন শাসনকার্য্যের ভার নেও না। রাজা –আচ্ছা আমি এখন হতে রাজ-কাৰ্য্য স্বয়ং নিৰ্ব্বাহ করব। চাণ —সে ভাল কথা । আমিও তা হলে নিজ কার্য্যে নিযুক্ত হতে পারি। রাজা—আচ্ছ এখন তবে, কৌমুদী-উৎসব-নিষেধের প্রয়োজন কি শুনতে ইচ্ছা করি। চাণ।—বৃষল ! আমিও শুনতে ইচ্ছা করি, কৌমুদী-উৎসব অনুষ্ঠানের প্রয়োজনটা কি । রাজা –আমার আজ্ঞা যাতে অব্যাহত থাকে, এই তো প্রথম প্রয়োজন । চাণ।—বৃষল, কৌমুদী উৎসবের নিষেধে যাতে তোমার আজ্ঞা অব্যাহত থাকে, আমার ও সেই প্রথম প্রয়োজন। কেন না—