পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Պ 9 মুদ্র-রাক্ষস । পারে, তবু তার প্রতিবিধান ততটা দুঃসাধ্য নয়। এই জন্য তারও পলায়নে আমি উপেক্ষা করেছিলেম। রাজা —এখানে তাকে রেখে কেন বিবিধ উপায় অবস্থাম্বন করা হল না ? চাণ –আচ্ছা, কেন তাকে দূরীকৃত করা হয়েছে শোনো । হৃদয়নিহিত শেল যে কারণে নানা উপায়ে উদ্ধৃত করা হয়, সেই কারণেই তাকে নগর হতে বহিস্কৃত করা হয়েছে। তাকে দূরীকৃত করার প্রয়োজন কি তা এই বল্লেম। রাজা –ঠাকুর, তাকে বলপূৰ্ব্বক কেন ধৃত করা হল না? চাণ। —বৃষল, বলের দ্বারা রাক্ষসকে নিগৃহীত করলে সে যদি আত্ম হত্যা করত, কিম্বা আমাদের দ্বারাই নিহত হত, তাহলে সে দুটিই দোষের বিষয় হত। দেখ বৃষল— অতিমাত্র আক্রমণে যদি হয় তার প্রাণনাশ সে নহে উচিত কাজ ; ছাড়া পাইলেও আছে ত্রাস —পাছে নাশে হেন ব্যক্তি আমাদের সেনা-মুখ্য-দলে । বন-গজ-সম তাই বশ করা উচিত কৌশলে ॥ রাজ! —আমি ঠাকুরের সঙ্গে কথা-কাটাকাটি করতে পারিনে ; যাই হোক, এস্থলে অমাত্য রাক্ষসই অধিকতর প্রশংসনীয় বলে’ আমার মনে হয় । চাণ।—( সক্রোধে ) “আপনার অপেক্ষা” এই বলেই বাক্যটা শেষ