পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*● মুদ্র-রাক্ষস । যে ভেদ ঘটাতে তুমি হয়েছ উদ্যত, তব বিনাশেই তাহ হবে পরিণত ॥ (প্রস্থান ) রাজা –দেখ বৈহীনরা ! এখন হতে, চাণক্যের মন্ত্রণা অগ্রাহ করে’ চন্দ্রগুপ্ত স্বয়ং রাজকাৰ্য্য নির্বাহ করবেন, এই কথা তুমি প্রজাদের বুঝিয়ে বলবে। কঞ্চ —(স্বগত) “ঠাকুর” এই উপপদটি ব্যবহার না করে’, মহারাজ শুধু “চাণক্য” বলেন কেন ? তবে কি, চাণক্য সমস্ত অধিকার হতে বিচ্যুত হয়েছেন ? যদি তা হয়ে থাকেন, মহারাজের তাতে কোন দোষ নেই। কেন না :– নৃপ করে যদি কোন মন্দ আচরণ সে দোষ মন্ত্রীর বলি’ জানে সৰ্ব্বজন । গজ দুষ্ট বলি যদি অপবাদ হয়, নিষাদী-প্রমাদে ঘটে সে দোষ নিশ্চয় ॥ রাজা –বৈহীনরা, তুমি ভাবচ কি ? কধু –না মহারাজ, কিছুই ভাবচিনে । তবে কি না, বড় মুখের বিষয়, আমাদের প্রভু এখন প্রকৃত প্রভু হলেন। রাজা –(স্বগত) আমাদের মধ্যে যে কৃত্রিম কলহ হল, লোকে যদি তা সত্য বলে বিশ্বাস করে, তাহলে ঠাকুরের মনস্কামনা পূর্ণ হবে। (প্রকাতে ) শোনোত্তরে! এই গুস্ক কলহে আমার মাথা ধরে গেছে। শয়ন-গৃহে আমাকে নিয়ে চল। প্রতী —আসুন মহারাজ আস্থল । - রাজা –(সিংহাসন হইতে উত্থান করিয়া স্বগত)