এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চতুর্থ অঙ্ক । দৃশু—রাক্ষসের গৃহ । পথিক-বেশধারী দূতের প্রবেশ । দূত –ওঃ ! পথ চলি’ চলি’ শত যোজন-অধিক কদৰ্য্য কঠিন স্থানে কে বল গো যায় ? এ হেন দুষ্কর পথে কে হয় পথিক মুদি সে গে নিজ প্রভূ-আজ্ঞা নাহি পায়। এখন তবে অসত্য রক্ষিসের গৃহে যাই। ওগো দরোয়ানজি । বোয়নিধি ! কে আছ গে; ?—মন্ত্রীমশায়কে খবর দেও ! বল, করভক চটুপটু কাজ সেরে পাটুলীপুত্র থেকে ফিরে এসেছে । দেীবারিকের প্রবেশ । দে।—বাপু, চেচিয়ে কথা কোয়ে না। রাজকাৰ্য্যের চিস্তায় রাত্রি জাগরণ করে মন্ত্রীমশায়ের শিরঃপীড়া হয়েছে, তাই এখনও শয্যা ত্যাগ করেন নি। এখন একটু এখানে অপেক্ষা কর। অবসর বুঝে তাকে খবর দেওয়া যাবে। দূত।-আচ্ছ। বাবা, যা তোমার ইচ্ছে। (রাক্ষস শয্যার উপর বসিয়া চিন্তামগ্ন শকটদাস আসনে বসিয়া নিদ্রিত )