পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե Եր মুদ্রা-রাক্ষস । সেই নন্দেরই বংশধর মনে করে’, সম্পদ ও সুহৃদজনের আশায় অমাত্য রাক্ষস আবার চন্দ্রগুপ্তের সঙ্গে যোগ দিলেও দিতে পারেন এবং চন্দ্রগুপ্তও, রাক্ষসকে পিতৃ-পরম্পরাগত মন্ত্রী মনে করে, তার সঙ্গে সন্ধি করতেও সম্মত হতে পারেন। "এরূপ যদি ঘটে, তবে কুমার আমাদেরও বিশ্বাস করবেন না”—এই র্তাদের কথার মৰ্ম্মার্থ। মল –ঠিক কথা । দেখ সখা ভাগুরায়ণ, অমাতা-রাক্ষসের গৃহে আমাকে নিয়ে চল । ** ভাগু ।--এই দিক দিয়ে কুমার এই দিক দিয়ে। (উভয়ের পরিক্রমণ) দৃশ্য—রাক্ষসের গৃহ । ভাগু —এই অমাত্য রাক্ষসের গৃহ। প্রবেশ করুন কুমার। মল –আচ্ছা, এসে । (উভয়ের প্রবেশ ) রাক্ষ —ই, মনে পড়েছে। ( প্রকাশো ) আচ্ছ বাপু ! কুসুমপুরে বৈতালিক স্তনকলসকে কি দেখেছিলে ? করভক —দেখেছিলেম বৈকি মন্ত্ৰী-মশায় । মল –( শুনিয়া ) দেখ ভাগুরায়ণ, এখন কুসুমপুরের কথাবার্তা হচ্চে আমরা আর নিকটে যাব না। এখান থেকেই শোনা যাক —কেন না : একভাবে মঙ্গীগণ গোপনে কহেন কথা নিজ ইচ্ছা-মুখে,