পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె a মুদ্রা-রাক্ষস । রাক্ষ — সাশ্র নয়নে ) হা মহারাজ নন্দ ! শোনো ওগো নৃপ-শশি ! কুমুদ-আনন্দদায়ী থাকিলেও চন্দ্র জগত-আনন্দ তুমি — তোমা-বিনা কিসে হবে কৌমুদী-আনন্দ ? তার পরে কি হল বাপু ? কর ।—তার পর, হতভাগা চাণক্য, পৌরজনের সাধের সেই কৌমুদীউৎসব বন্ধ করে দিলে । তাতে স্তনকলস চন্দ্রগুপ্তকে রাগিয়ে দেবার জন্য একটি পরিপাটী শ্লোক পাঠ করলেন । রাক্ষ –(সহৰ্মে ) সাধু সখা স্তনকলস সাধু ! উপযুক্ত কালে যে বীজ বপন করা যায়, সময়ে তার ফল অবশুই ফলে । সদ্যঃ ক্রীড়ারস-ভঙ্গ যদি কভু ঘটে, অসহ্য হয় গো তাহা ক্ষুদ্রেরো নিকটে । লোকাতীত তেজ ধরে যেই নৃপবর তার পক্ষে সহ করা আরো তা দুষ্কর ॥ মল –সে কথা সত্য । রাক্ষ —তার পর—তার পর ? , কর ।--তার পর, আজ্ঞাভঙ্গ-হেতু চন্দ্রগুপ্ত মনে মনে কুপিত হয়ে, প্রসঙ্গক্রমে অমাত্য রাক্ষসের গুণকীৰ্ত্তন করে’, শেষে চাণক্য হতভাগাকে পদচ্যুত করলেন। মল।—দেখ সখা ভাগুরায়ণ, এই গুণকীৰ্ত্তনে রাক্ষসের প্রতি চন্দ্র গুপ্তের বিশেষ ভক্তি প্রকাশ পাচে । ভাণ্ড –কুমার ! গুণকীৰ্ত্তন অপেক্ষা চাণক্যকে পদচ্যুত করায় এই ভক্তি আরও বেশি প্রকাশ পাচ্চে ।