এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুরলী।
আকাঙ্‌ক্ষা।
পরজ-মিশ্রিত কীর্ত্তন—একতালা

শুধু চেয়ে র’ব মুখ পানে—
সারাটী রজনী, শুন গুণমণি
আমি পলক-বিহীন নয়নে।
কুলের কামিনী
কলঙ্ক না মানি’
শরণ লইনু চরণে।
তুমি মোর জ্ঞান,
তুমি মোর ধ্যান,
আর কিছু নাহি মোর;
এস এস সখা
দিলে যদি দেখা,
ও রূপে হইলু ভোর।
বসিতে আসন,
কি দিব এমন
এস, ব’স হৃদি’ পরে;
বাহুযুগে বাঁধি’
রাখি নিরবধি