এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুরলী।
১৭
১৮
রূপ
কীর্ত্তন—একতালা।

সুন্দর মদন মোহন বেশম্‌।
তরুণ অরুণ চরণ কিরণ
ইন্দু বদনে মৃদু মধুর হাসম্‌।
মরকত মুকুর মুখ-পঙ্কজ
মুরলী মুখরিত ললিত তানম্।
পুলকিত যমুনা
চঞ্চল গমনা
ধীরি ধীরি বহে উজানম্‌।
নয়ন খঞ্জন
অঞ্জন গঞ্জন,
মনোহর তিলক রসালম্‌।
মঞ্জীয় রঞ্জিত
মুকুতা খচিত
শোভিত কোমল চরণ কমলম্‌।
সুকেশ কুঞ্চিত
শিখণ্ড ভূষিত,
গণ্ড সুশোভিত—বিশাল ভালম্‌।