পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S9 মুর্শিদাবাদের ইতিহাস । হিউয়েন সিয়াঙ্গের বর্ণনা হইতে কর্ণসুবর্ণের তদানীন্তন অবস্থা হৰিন্ধন ও বুঝিতে পারা যায়, কিন্তু তথায় কোন বংশীয় রাজা শশাঙ্ক । রাজত্ব করিতেন তাহ জানিতে হইলে আরও আলোচনার প্রয়োজন হয়। হিউয়েনসিয়াঙ্গের কান্তকুজের বর্ণনা হইতে জানা যায় যে, তাহার আগমনের কিছু পূৰ্ব্বে কর্ণসুবর্ণে শশাঙ্ক নামে এক রাজা রাজত্ব করিতেন। উক্ত শশাঙ্ক কান্তকুজের তদানীন্তন অধীশ্বর হর্ষবৰ্দ্ধন শীলাদিত্যের ভ্রাতা রাজ্যবৰ্দ্ধনকে বিনাশ করায়, নিজে হর্ষবৰ্দ্ধনকর্তৃক পরাস্ত হন। হর্ষবৰ্দ্ধনের বিবরণ বাণভট্ররচিত হর্ষচরিত ও হর্ষবৰ্দ্ধনের শিলালিপি প্রভৃতি হইতে জানিতে পারা যায়। রাজা হৰ্ষবৰ্দ্ধন শ্ৰীকণ্ঠ জনপদের অন্তর্গত স্থাৰীশ্বর (থানেশ্বর ) প্রদেশের অধিপতি রাজা পুষ্পভূতির বংশে জন্ম গ্রহণ করেন । তাহার পিতার নাম প্রভাকরবর্দ্ধন । প্রভাকরবদ্ধনের রাজ্যবৰ্দ্ধন ও হর্ষবৰ্দ্ধন নামে দুই পুত্র ও রাজ্যষ্ট্ৰী নামে এক কস্তা জন্মে। প্রভাকরবর্দ্ধন হন, গান্ধার, সিন্ধু, লাট, গুর্জর ও মালব দেশের নরপতিদিগকে পরাজিত করিয়া আপনার অধিকার বিস্তার করেন। কান্তকুজরাজ মৌখরীবংশীয় গ্রহবর্মার সহিত রাজ্যত্রীর বিবাহ হয়। প্রভাকরবর্দ্ধন দাহজরে শয্যাশায়ী হইলে তাহার রাজী অনলপ্রবেশে জীবন বিসর্জন দেন । প্রভাকরবন্ধনের মৃত্যুর অব্যবহিত পরেই মালবরাজ বিদ্রোহী হইয় গ্রহবৰ্ম্মাকে নিহত ও রাজ্যহীকে কারারুদ্ধ করেন। রাজ্যবৰ্দ্ধন কান্তকুজাভিমুখে অগ্রসর হইয়া মালবরাজকে যুদ্ধে নিহত করিলে, মালবরাজের বন্ধু গোঁড়াধিপতি রাজ্যবৰ্দ্ধনকে নিজ ভবনে আহবান করিয়া, গোপনে তাহার হত্যাকাও সম্পাদন করেন। তাহার তন্মাচ্চ হেলানিৰ্বিতমালৰীনীকমপি গোঁড়াধিপেন মিথ্যোপচারেী