পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৮ মুর্শিদাবাদের ইতিহাস । এইরূপ লিখিত আছে যে, কান্তকুজের তদানীন্তন রাজা জাতিতে বৈশ্য ছিলেন । * তাহার নাম হর্ষবৰ্দ্ধন । হর্ষবৰ্দ্ধনের পিতার নাম প্রভাকরবর্দ্ধন ও ভ্রাতার নাম রাজ্যবৰ্দ্ধন । প্রভাকরবর্দ্ধনের মৃত্যুর পর রাজ্যবৰ্দ্ধন সিংহাসনে উপবিষ্ট হন। রাজ্যবৰ্দ্ধন অত্যন্ত ধাৰ্ম্মিক রাজা বলিয়া প্রসিদ্ধ ছিলেন। এই সময়ে পুৰ্ব্ব ভারতের কর্ণসুবর্ণরাজ্যে শশাঙ্ক নামে নরপতি রাজত্ব করিতেন। তিনি অমাত্যবর্গকে আহবান করিয়া বলিতেন যে, প্রত্যন্ত প্রদেশে ধাৰ্ম্মিক রাজা থাকিলে অত্যন্তু অসুখের বিষয় হয়। পরে অমাত্যগণের পরামর্শক্রমে শশাঙ্ক রাজ্যবৰ্দ্ধনকে নিহত করেন । রাজ্যবৰ্দ্ধনের অমাত্যবর্গ হর্ষবৰ্দ্ধনকে রাজত্ব করিতে অনুরোধ করিলে, তিনি গঙ্গাতীরস্থ অবলোকিতেশ্বর নামক বোধিসত্বমূৰ্ত্তির নিকট উপস্থিত হইয়া রাজত্বসম্বন্ধে জিজ্ঞাসা করিলে, বোধিসত্ত্ব এইরূপ উত্তর প্রদান করেন যে, “পূৰ্ব্ব জন্মে তুমি এই বনের একজন সন্ন্যাসী ছিলে, তপস্তাপ্রভাবে পুণ্য সঞ্চয় করিয়া তুমি রাজকুলে জন্ম গ্রহণ করিয়াছ। কর্ণসুবর্ণের রাজা বৌদ্ধধৰ্ম্মের অনেক বিপৰ্য্যয় ঘটাইয়াছে। তুমি রাজত্ব লাভ করিলে তাহার অনেক উন্নতিসাধন করিতে পারিবে। যদি তুমি বিপরের সহায় হও, তাহা হইলে পঞ্চভারত তোমার করায়ত্ত হইবে । আমার উপদেশানুসারে চলিলে আমার গুপ্তক্ষমতাবলে তোমার প্রতিবেশী রাজন্তবর্গ তোমার উপর বিজয়লাভ করিতে পারিবে না। তুমি কখনও সিংহাসনে উপবেশন ও আপনাকে মহারাজ বলিয়া ঘোষণা করিও না ।” বোধিসত্ত্বের উপদেশানুসারে

  • নীল সাহেব বৈখ্যকে রাজপুত জাতির বাইশ সম্প্রদায় বলিয়া উল্লেখ করিয়াছেন । হিউয়েন লিয়াঙ্গ সম্ভবত: ক্ষত্রিয় স্থলে বৈষ্ঠ লিখিয়াছেন। উtহরি এই প্র কারের ভ্রম আরও দুই এক স্থলে দেপিতে পাওয়া যায়।