পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

l/o জগন্নাথ ও রাজারামের ভাষা ও ভাষোত্তর পত্র প্রেরণ করায়-গ্রন্থকার উদয়নারায়ণের প্রকৃত বিবরণ প্রকাশ করিতে সক্ষম হইয়াছেন। প্রিয়বন্ধু জানকীনাথ সিংহ সীতারামের বংশপত্র এবং সুহৃদ্ধর সত্যেন্দ্রনারায়ণ বাগচী বি, এল, ও অঘোরনাথ চৌধুরী হোসেনসাহী মুদ্র প্রদান করিয়া কৃতজ্ঞতাপাশে বদ্ধ করিয়াছেন। মান্যবর দেওয়ান ফজলরক্ৰী খাঁ বাহাদুরের অনুগ্রহে নবাব নাজিমগণের চিত্র প্রাপ্ত হইয় গ্রন্থকার যারপর নাই অনুগৃহীত হইয়াছেন। তিনি ঐরুপ অনুগ্রহ না করিলে নবাব নাজিমগণের প্রতিমূৰ্ত্তি প্রকাশ করা গ্রন্থকারের পক্ষে দুর্ঘট হইত। যশোহরের স্থপ্রসিদ্ধ রায় যদুনাথ মজুমদার বাহাদুর মহম্মদপুরের চিত্র আনয়নের সাহায্য করিয়া গ্রন্থকারকে উপকৃত করিয়াছেন। চিত্রগুলি শ্ৰীযুক্ত জি, এন্‌ মুখার্জি প্রস্তুত করিয়া তাহদের মহিলা প্রেসে মুদ্রিত করিয়াছেন। সপার্ষদ চৈতন্যদেবের চিত্রের জন্য সুহৃদ্ধর দীনেশচন্দ্র সেনের নিকট গ্রন্থকার কৃতজ্ঞ । অষ্টাদশ শতাব্দীর বাঙ্গলার মানচিত্র খানি মেজর রেনেলের মানচিত্র অবলম্বনেই অঙ্কিত হইয়াছে। রেনেলের মানচিত্র কাশীমবাজার রাজপুস্তকালয় হইতে প্রাপ্ত হইয়াছি। শ্ৰীযুক্ত ডি, এ ধর উক্ত মানচিত্র অঙ্কিত করিয়াছেন। পরিশেষে গ্রন্থকারের প্রিয়বন্ধু ত্রযুক্ত ব্রজেন্দ্রকুমার বস্ব বি, এলের নিকট গ্রন্থকার কৃতজ্ঞতা প্রকাশ না করিয়া ক্ষান্ত হইতে পারিতেছেন ন । তিনি ইতিহাসের অধিকাংশ ফৰ্ম্মার প্রফ দেখিয়া ন দিলে ইতহাসে ভূরি ভূরি ভ্রম দৃষ্ট হইত। মুর্শিদাবাদের ইতিহাসের প্রথম খণ্ড আপাততঃ প্রকাশিত হইল। দ্বিতীয় খণ্ড শীঘ্রই যন্ত্রস্থ হইবে। শ্ৰীযুক্ত অক্ষয় কুমার মৈত্রেয় ও কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় প্রভৃতির ঐতিহাসিক গ্রন্থ ও ইতিহাস ও গ্রন্থকারের