পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়। So a দিয়াঙ্গ পূর্ণবৰ্ম্মাকে অশোকবংশীয় বলিয়া ভ্ৰম করিয়া থাকেন, তাহা হইলে প্রত্নতত্ত্ববিদগণের সিদ্ধান্ত লইয়া কতকটা আলোচনা চলিতে পারে। কিন্তু পূর্ণবৰ্ম্ম কোন বংশীয় রাজা তাহার বিশেষ কোন প্রমাণ না পাইলে তাহার সময় লইয়া আলোচনা করা কঠিন হইয়া উঠে, এবং হিউয়েন সিয়াঙ্গের বর্ণনা হইতে র্তাহার আগমনের অল্পকাল পুৰ্ব্বেই যে বোধিক্রম বিনষ্ট হইয়াছিল তাহাও বুঝা যায় না। * বোধিক্রমশক্র শশাঙ্ক কর্ণসুবর্ণরাজ হইলে রাজা হৰ্ষবৰ্দ্ধনের সময়ে কর্ণসুবর্ণরাজ স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন, ইহা অবশুই স্বীকার করিতে হইবে। নতুবা তিনি কদাচ বোধিক্রম বিনাশ করিতে সাহসী হইতেন না। { কিন্তু হৰ্ষবৰ্দ্ধনের রাজত্বসময়ে কর্ণসুবর্ণরাজের স্বাধীনতা অবলম্বন করা দূরে থাকুক, তাহার অস্তিত্বসম্বন্ধে কোনও উল্লেখ পাওয়া যায় না। হর্ষচরিত পাঠে জানা যায় যে, হর্ষবৰ্দ্ধন ভণ্ডিকে গৌড়াভিমুখে যাত্রা করিতে আদেশ দিয়া নিজে বিন্ধ্যারণ্যে রাজ্যশ্রীর অনুসন্ধানে গমন করেন। পরে তথা হইতে গঙ্গাতীরে নিজ সৈন্যের সহিত মিলিত হন । ইহার পর তিনি যে গৌড়বিজয়ে গমন করিয়াছিলেন, সে বিষয়ে সন্দেহ নাই। হিউয়েন সিয়াঙ্গের

  • Cw&ifāg Hits offsson co, “But it seems clear that Sasanka had done this long before and in the time of Siladitya's predecessor,”

† “Lassen holds that Sasanka must have retained his independence during Siladitya's reign, or otherwise he *Ver would have ventured to cut down the sacred tree.” (Beveridge)