পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > 8 মুর্শিদাবাদের ইতিহাস । গুপ্তবংশের প্রকৃত সময় অদ্যাপি স্থির হয় নাই বলিয়া আমাদের বিশ্বাস। তবে গুপ্তরাজগণ খৃষ্ট জন্মের প্রায় ৪০০ বৎসর পুৰ্ব্ব হইতে আরম্ভ করিয়া খৃষ্টীয় কয়েক শতাব্দী পর্য্যস্ত রাজত্ব করিয়াছিলেন বলিয়া আমরা অকুমান করিয়া থাকি । * রাজা শশাঙ্কের বিবরণের পর আমরা কর্ণসুবর্ণ বা রাঙ্গামাটর বিশেষ কোনও ঐতিহাসিক তত্ত্ব অবগত নহি । কতদিন পর্য্যস্ত রাঙ্গামাটাতে গুপ্তবংশ রাজত্ব করিয়াছিলেন তাহ জানিবার কোন উপায় নাই। গুপ্তংশের পর আর কোন বংশ রাঙ্গামাটীতে রাজত্ব করিয়াছিলেন কি না, তাহাও জানা যায় না। গুপ্তবংশের পর গৌড় বা বাঙ্গলায় শূরবংশ, পালবংশ ও অবশেষে সেনবংশ রাজত্ব করেন। সাধারণতঃ গৌড় তাহাদের রাজধানী ছিল। আদিশূরের পুত্র ভূপূর, মগধাধিপ ধৰ্ম্মপালকর্তৃক পরাজিত হইয়া রাঢ়দেশে আসিয়া বাস করেন, কিন্তু তিনি তথায় পুণ্ড নামে নুতন রাজধানী + স্থাপন করিয়াছিলেন ; সুতরাং রাঢ়ের প্রসিদ্ধ নগর রাঙ্গীমাটী ধ্বংসের প্রবাদ

  • গুপ্তরাজগণের সময় লইয়৷ নানাপ্রকার মত প্রচলিত আছে। বিধকোষে এ বিষয়ে বিস্তৃত আলোচনা করা হইয়াছে। আমাদের অনুমাম হয় যে, গুপ্তবংশীয় সম্রাট চন্দ্রগুপ্তের সময় আলেকজাণ্ডার ভারতবর্ষবিজয়ে আগমন করিয়াছিলেন । তাহা হইলে গুপ্তবংশের রাজত্ব, থষ্ট পূর্ব ৩২’ বৎসরের পূৰ্ব্বেও ঘটিয় উঠে। এ সম্বন্ধে অমর। ১৩০৫ সালের পৌষ ও মাধ মাসের সাহিত্য পত্রিকায় যুধিষ্ঠিরাদ ও গ্রীক বিজয় নামক প্রবন্ধে বিশদরণে আলোচনা করিয়াছি ।

+ এই পুণ্ডকে কেহ কেহ হুগলী জেলার বর্তমান পাওয়া বা পেড়ে। বলিয়। অনুমান করেন ।