পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ミ求 মুর্শিদাবাদের ইতিহাস। হয়। প্রায় ১৫ ইঞ্চ উচ্চ আর এক খণ্ড প্রস্তর যমুনা পুষ্করিণীর গর্ভে পাওয়া গিয়াছে, তাহাতে একটা শিবমূৰ্ত্তি অঙ্কিত আছে। শিবমূৰ্ত্তির মুখের কতকাংশ নষ্ট হইয়া গিয়াছে, কিন্তু তাহার মস্তকস্থ জটা ও স্ফীতোদর দেখিয়া শিবমূৰ্ত্তি বলিয়া স্পষ্টই প্রতীয়মান হয়। এই শিবমূৰ্ত্তির উপরে আর একটা কি মূৰ্ত্তি আছে, তাহা বুঝা যায় না। উক্ত প্রস্তরখণ্ড পূৰ্ব্বে কোন মন্দিরে সংলগ্ন ছিল বলিয়া বোধ হয় । আর একখানি ঐরূপ মন্দিরসংলগ্ন বৃহৎ প্রস্তরখণ্ড উক্ত যমুনা পুষ্করিণী হইতে উত্তোলিত হইয়াছে। তাহা দীৰ্ঘে ২ হস্ত, ও প্রস্থে ১০ ইঞ্চ হইবে, এবং তাহার বেধও ১০ ইঞ্চ । উক্ত প্রস্তরখণ্ডের মধ্যস্থলে একটা মূৰ্ত্তি অঙ্কিত আছে। সহসা তাঁহাকে বুদ্ধ বা শিবমূৰ্ত্তি বলিয়া বোধ হয়, কিন্তু বাস্তবিক তাহা কোন দেবমূৰ্ত্তি কি ন সন্দেহ। মূৰ্ত্তির দুই পাশ্ব কারুকার্য্যভূষিত। শিল্পকাৰ্য্যমণ্ডিত আরও কয়েকখানি প্রস্তরখণ্ড পাওয়া গিয়াছে। তদ্ব্যতীত বৃহৎ বৃহৎ আরও দুই চারিখানি প্রস্তরখণ্ড যমুনাগর্ত হইতে উত্তোলিত হইয়াছে, এক্ষণেও কয়েক খণ্ড তথায় পড়িয়া আছে। রাঙ্গামাটর নিকট সংস্কারনামক গ্রামে একটা নিম্নভূমির মধ্যে একটী বাটার চিহ্ন দেখা যায়। এইরূপ প্রবাদ প্রচলিত আছে যে, তথায় পূৰ্ব্বে এক প্রকাণ্ড দীঘী ছিল, সেই দীবীর মধ্যে রাজার ভাগিনের বাটী নিৰ্ম্মাণ করিয়া বাস করিতেন। রাজবাড়ীডাঙ্গার অৰ্দ্ধ মাইল উত্তর-পশ্চিমে আমলাবাড়ী পুষ্করিণীর চারি পাশ্বে রাজার কৰ্ম্মচারিগণের আবাসস্থান ছিল বলিয়া কথিত হইয়া থাকে। রাঙ্গামাটা হইতে ৩ ক্রোশ পশ্চিমে গোকৰ্ণ গ্রামে রাজা কর্ণে গোশাল ছিল বলিয়া প্রবাদ প্রচলিত আছে। কেদার রাণ