পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> RS মুর্শিদাবাদের ইতিহাস । মাটীকে রাঢ়প্রদেশের একটা প্রসিদ্ধ নগররূপে চিত্রিত করিয়াছেন। রেনেলের কাশীমবাজার দ্বীপের মানচিত্রেও রাঙ্গামাটাকে একটা প্রসিদ্ধ নগররূপে চিত্রিত করা হইয়াছে। পলাশীযুদ্ধের পর রাঙ্গামাটীতে সৈন্তাবাস করার প্রস্তাব হইয়াছিল, কিন্তু নানা কারণে তাহা কাৰ্য্যে পরিণত হয় নাই। কয়েকবৎসর পূৰ্ব্বে রাঙ্গামাটর রাজবাড়ীডাঙ্গাতে সৈনিকদিগের একটা স্বাস্থ্যনিবাস করিবার চেষ্টা হইয়াছিল, কিন্তু তাহাও কার্য্যতঃ ঘটিয়া উঠে নাই। রাঙ্গামাটা মুর্শিদাবাদের স্বপ্রসিদ্ধ ফতেসিংহ পরগণার অন্তর্গত। ফতেসিংহ এক্ষণে মুর্শিদাবাদের নবাব বাহাদুর ও জেমুয়ার রাজগণের জমিদারী। রাঙ্গামাটার রেশম কুঠী ইষ্টইণ্ডিয়া কোম্পানীয় বাণিজ্যবিস্তারের সময় স্থাপিত হয়, বেঙ্গল সিল্ক কোম্পানী এক্ষণে উহার অধিকারী। রাঙ্গামাটর দক্ষিণ-পূৰ্ব্ব কোণে উক্ত রেশম কুঠী অবস্থিত। কুঠীর প্রাঙ্গনে ৪টা সমাধিস্তম্ভ আছে, তন্মধ্যে একটীতে এডওয়ার্ড ক্লোস্ ১৭৯০ খৃষ্টাব্দের ২রা আগষ্ট তারিখে একটা বন্ত মহিযকর্তৃক নিহত হইয়াছিলেন বলিয়া লিখিত আছে। এই রেশম কুঠীতে এক প্রকাও বটবৃক্ষ শাখা প্রশাখা বিস্তার করিয়া আপনার প্রাচীনত্বের সাক্ষ্য . প্রদান করিতেছে । রাঙ্গামাটর বিবরণে আমরা দেখাইয়াছি যে, গুপ্তবংশীয়গণ পশ্চিম মুর্শিদাবাদে রাজত্ব করিয়াছিলেন। তাহদের অব্যবহিত পরে এতৎপ্রদেশে কোন পরাক্রান্ত ལྷགུཔྟས། রাজবংশের রাজত্বের বিবরণ অবগত হওয়া যায় না । সাগরদীধী । খৃষ্টীয় ৮ম শতাব্দীর মধ্যভাগে শূরবংশীয়গণ গৌড়রাজ্যে রাজত্ব আরম্ভ করেন। প্রথমতঃ পৌণ্ডবৰ্দ্ধন তাহদের