পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ペS。 মুর্শিদাবাদের ইতিহাস । হওয়ার অব্যবহিত পরেই পৌণ্ডবৰ্দ্ধন অধিকার করেন। সেই সময়ে পৌণ্ডবৰ্দ্ধনে পূরবংশীয় আদিশূর বা জয়ন্তের পুত্র ভূপূর রাজত্ব করিতেন। আদিশূরের সময় কান্তকুজ হইতে গৌড় দেশে পঞ্চ ব্রাহ্মণ ও পঞ্চ কায়স্থের আগমন হয় । ধৰ্ম্মপাল ভূপূরের নিকট হইতে পৌণ্ডবৰ্দ্ধন অধিকার করিলে, ভূশুর রাঢ়দেশে নুতন পুণ্ড,নগর স্থাপন করিয়া রাজত্ব করিতে থাকেন। উক্ত পুঞ্জনগর দক্ষিণরাঢ়ে স্থাপিত হইয়াছিল বলিয়া স্থির হয় । * প্রথমে সমগ্র রাঢ়প্রদেশই শুরবংশীয়দিগের অধীন ছিল। ক্রমে উত্তররাঢ় তাহদের হস্তচু্যত হওয়ায় পালংশীয়েরা তাহ অধিকার করিয়া বসেন, এবং মহীপালদেবের উক্ত উত্তররাঢ়ে রাজত্ব করার বিষয় অবগত হওয়া যায় । মহীপাল উত্তররাঢ়ে নিজের নামানুসারে যে নগর স্থাপন করেন, তাহা ক্রমে ৩ । ৪ ক্রোশ পৰ্য্যন্ত বিস্তৃত হইয়া বহু সংখ্যক অট্টালিকা ও মন্দিরাদির দ্বারা ভূষিত হইয় উঠে। মহীপালদেবের প্রাসাদের ও অন্যান্ত অনেক সোঁধাদির চিহ্ন মহীপাল ও তন্নিকটবৰ্ত্তী স্থানসমূহে অদ্যাপি দেখিতে পাওয়া যায় ; ধৰ্ম্মপাল যে পালবংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, সম্ভবতঃ মহীপালও সেই বংশে জন্মগ্রহণ করিয়া থাকিবেন । কিন্তু ধৰ্ম্মপালের সহিত র্তাহার কোন ঘনিষ্ট সম্বন্ধ ছিল কি না, বুঝা যায় না। ধৰ্ম্মপালের পর যে সমস্ত পালরাজগণ গৌড়ের একাধীশ্বর হইয়াছিলেন, তাহারা ধৰ্ম্মপালের অনুজ বাকৃপাল হইতে উদ্ভূত হন। পালবংশীয়দের তাম্রশাসনাদিতে

  • কেহ কেহ হুগলী জেলার পাওয়াকে ভূশুরস্থাপিত নুতন পুও বলিয়া অনুমান করিয়া থাকেন। ( বঙ্গের জাতীয় ইতিহাস ১ম খণ্ড ১ম ভাগ ১১৩ পৃষ্ঠা । ) :