পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । > ネA এই মহীপালের কোনও উল্লেখ দেখা যায় না। অথচ সাগরদীর্ঘীর প্রস্তরফলকে লিখিত প্রচলিত শ্লোক হইতে র্তাহাকে পালবংশীয় বলিয়া জানিতে পারা যায় । শ্লোকে মহীপালদেবের নাম নাই, তাহাতে সাগরদীঘী পালবংশকৃত খাত বলিয়া উল্লিখিত হইয়াছে । কিন্তু সাধারণে তাহাকে মহীপালের খনিত দীঘী বলিয়া ব্যক্ত করিয়া থাকে। এই প্রবাদ পুরুষপুরুষানুক্রমে চলিয়া আসিতেছে । মহীপালের রাজধানী মহীপাল নগরের নিকটে হওয়ায় সাগরদীঘী মহীপালের খনিত বলিয়াই প্রতীত হয়। সুতরাং সাগরদীঘীর শ্লোকানুসারে মহীপালদেব পালবংশীয় হইতেছেন। আবার ধৰ্ম্মপাল ও মহীপাল সমসাময়িক বলিয়া জানিতে পারা যায়। দাক্ষিণাত্যের চোলরাজ রাজেন্দ্রদেব বা কোপ্পরকেশরীর দিগ্বিজয়জ্ঞাপক তিরুমলয়ের গিরিলিপি পাঠে অবগত হওয়া যায় যে, রাজেন্দ্র চোল, বিহার, রাঢ়, বঙ্গ প্রভৃতি জয় করিয়াছিলেন। সে সময়ে দণ্ডভুক্তি বা দণ্ডবিহারে (বর্তমান বিহারে) ধৰ্ম্মপাল, উত্তররাঢ়ে মহীপাল, দক্ষিণরাঢ়ে * রণশ্বর ও বঙ্গে গোবিন্দচন্দ্র রাজত্ব করিতেন। উক্ত নৃপতিগণ রাজেন্দ্র চোল কর্তৃক পরাজিত হইয়াছিলেন। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, ধৰ্ম্মপাল প্রথমে মগধের সিংহাসনে উপবিষ্ট হন, পরে পৌণ্ডবৰ্দ্ধন অধিকার করেন। তাহ হইলে তিনি প্রকৃত প্রস্তাবে মগধ বা বিহারেরই অধীশ্বর হইতেছেন । পালবংশীয়দের বিবরণ

ििजिब्रि गृप्ल उइन्लक्कम् ७ प्लेखिन्नबाझ्म् श्रक मूछे श्ब्ल, cकश् ८कह তাঁহাকে গুজরাটের অন্তর্গত লাট বলিয়। স্থির করিয়া থাকেন । কিন্তু বঙ্গাল’ দেশের সহিত তাহদের উল্লেখ থাকার তাহাদিগকে দক্ষিণ রাঢ় ও উত্তর রাঢ় বলিয়া স্থির করাই সঙ্গত ।