পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిg মুর্শিদাবাদের ইতিহাস। পারি। & ধৰ্ম্মপালের সময়সম্বন্ধে আরও অনেক প্রমাণ পাওয়া যায়। ভাগলপুর হইতে প্রাপ্ত নারায়ণপালের তাম্রশাসনপাঠে অবগত হওয়া যায় যে, ধৰ্ম্মপাল ইন্দ্ররাজ প্রভৃতি অরতিবর্গকে পরাজয় করিয়া চক্রায়ুধ নামে রাজাকে কান্তকুজ প্রদান করিয়াছিলেন । । কান্তকুজের রাজবংশে চক্রায়ুধ নামে রাজার কোন উল্লেখ দৃষ্ট ন হইলেও ইন্দ্ররাজের উল্লেখ পাওয়া যায়। উক্ত ইন্দ্ররাজ সম্ভবতঃ রাষ্ট্রকূট বা রাঠোরবংশীয় ছিলেন। রাষ্ট্ৰকুটবংশীয়ের পশ্চিম ভারতে রাজত্ব করিতেন। এক সময়ে কান্তকুজ পৰ্য্যন্ত র্তাহাদের অধিকারভুক্ত হইয়াছিল। রাষ্ট্রকূটবংশের তালিকায় ৪ জন ইন্দ্ররাজের নাম দৃষ্ট হয় । # নারায়ণপালের তাম্রশাসনোক্ত ইন্দ্ররাজকে আমরা ৩য় ইন্দ্ররাজ মনে করিয়া

  • বাবু নগেন্দ্রনাথ বহু তাহার বিশ্বকোষে পালরাজবংশে ৭৮৪ খৃষ্টাব্দেই ধৰ্ম্মপালের প্লাজত্বারস্ত বলিয়া নির্দেশ করিয়াছেন ।

+ "ঞ্জিত্বেস্ত্ররাজপ্রভূতীলরতীমুপার্জিত যেন মহোদয়গ্ৰীঃ। দৰা পুনঃ সা বলিনাথস্কিত্রে চক্রায়ুধায়ানতিৰামনায়।” ( নারায়ণপালের তাম্রশাসন ৩য় মোক । ) মেহোদয়ন্ত্র" শবদের অখ কান্তকুজের রাজলক্ষ্মী। ধৰ্ম্মপালের তাম্রশাসন ছইতেও জানা যায় যে, তিনি কান্তকুজপতিকে স্বরাজ্য প্রদান করিয়াছিলেন। “তোজৈমংস্তৈঃ সমস্ত্ৰৈঃ কুরুযছযবনাবস্তিগন্ধারকীরৈ পৈবালোলমেলিগ্রগতিপরিণতৈঃ সাধুসঙ্গীৰ্য্যমান । হৃষ্যৎপঞ্চালবৃদ্ধোন্ধত কনকময়ম্বাভিযেকোকুন্তে৷ দত্তঃ খ্ৰীকান্তকুজঃসললিতচলিতঞ্জলতালক্ষ্ম যেন ।” ( ধৰ্ম্মপালের তাম্রশাসন ২২শ মোক । ) i Indiam Antiquary Vol XI. P. 100,