পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

€l५भ च्यू५giग्न ! "SS আমলাবাড়ী নামক একখানি গ্রামে প্রাচীন গৃহাদির ভগ্নাবশেষ দৃষ্ট হইয়া থাকে। সাধারণ লোকে উক্ত গ্রামকে মহীপাল রাজার কৰ্ম্মচারীবগের আবাসস্থান বলিয়া অভিহিত করে। মহীপালের নিকটস্থ একটা পুরাতন পুষ্করিণীর গর্ভ হইতে একটা অদ্ভুত প্রস্তরমূর্তি আবিষ্কৃত হয়। " মুষ্ঠিটা দেখিয়া তাহা কিরূপ প্রতিমূৰ্ত্তি সহসা স্থির করা *. যায় না। মুদ্ভিট দেখিয়া দ্বাদশহস্তযুক্ত পুরুষমূৰ্ত্তি মুদ্ধি। বলিয়া বোধ হয়। দুই পাশ্বে দুইটী সহচরও আছে, সহচরদ্বয়ের পার্থে দুইটা স্ত্রীমূৰ্ত্তি উপবিষ্ট। স্ত্রীমূর্ষিদ্বয়ের দক্ষিণ হস্ত জানুসংলগ্ন, বামহস্তে এক একটা পদ্ম। সহচর দুইটা দণ্ডায়মান, তাহাদের কর্ণে গোলাকার অলঙ্কার। মূৰ্ত্তির দক্ষিণদিকের উদ্ধা হস্ত উত্তোলিত ও একটা পদ্ম ধারণ করিয়া আছে । তাহার নিম্ন হস্তেও একটা পদ্ম। দক্ষিণদিকের তৃতীয় হস্তস্থ পদোর উপর একটা বৃষ অঙ্কিত। চতুর্থ হস্তের পদ্মের উপর হংসের দ্যায় পক্ষীর প্রতিমূৰ্ত্তি। পঞ্চম বা সৰ্ব্ব নিম্ন হস্ত একটা সহচরের মস্তকে ন্যস্ত, এবং তাঁহায় অঙ্গুলিদ্বয়ের মধ্যে একটা পদ্মকোরক । ষষ্ঠ বা সম্মুখভাগের হস্তেও একটা পদ্ম। বামপাশ্বের সৰ্ব্বোচ্চ হস্ত ভগ্ন । দ্বিতীয় হস্তে পদ্মোপরি মন্থয্যের স্তায় মুখ ও পক্ষীর স্তায় পদবিশিষ্ট একটা মূৰ্ত্তি, তাহাকে গরুড় বলিয়া বোধ হয়। তৃতীয় হস্তের পদ্মের উপর একটা জন্তুর মূৰ্ত্তি, তাহা বরাহ, মহিষ, + কাপ্তেন লেয়ার্ড এই মূৰ্ত্তির আবিষ্কার করিয়া এসিয়াটিক মিউজিয়মে প্রেরণ করেন। আমরা তথা হইতে তাহার ফটো গ্রহণ করিয়াছি । ইহার fixat Asiatic Society's Journal 1853. P. 318 372"; i fšB ৪২। ইঞ্চ x2• ইপ হইলে । - . ."