পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় . . . ... 8 A বাপ ঘাট এবং তাহীদের উপরে পথিকগণের বাগোপযোগী গৃহাদি নিৰ্ম্মাণ করিতে যেরূপ অসংখ্য লোক ও দ্রব্যাদির প্রয়োজন হয়, তৎসমস্তই সংগৃহীত হইয়াছিল। এতদ্ভিন্ন তাহার প্রতিষ্ঠার জন্য ব্রাহ্মণ এবং অন্তান্ত লোকদিগকে যথেষ্ট দ্রব্যাদিও প্রদত্ত হয়। সাগরদীঘী পূৰ্ব্ব-পশ্চিমে দীর্ঘ, উত্তর ও দক্ষিণ পারে ৩টা করিয়া ৬টা এবং পূৰ্ব্ব ও পশ্চিম পারে ২টা করিয়া ৪টা বাধা ঘাট নিৰ্ম্মিত হইয়াছিল । সাগরদীঘীর এক্ষণে কতকাংশ শুষ্ক হইয়াছে । দীর্ঘীর পার হইতে অনেক দূরে জল সরিয়া গিয়াছে। তথাপি সাগরদীঘীর এক্ষণে তাহা যেরূপ আকারে বর্তমান আছে, বৰ্ত্তমান তাহাতেই তাহার বিশালত্বের যথেষ্ট পরিচয় পাওয়া অবস্থা । যায়। ঘাট ১০টর যৎসামান্ত চিহ্ন আছে, একটাও পূর্ণাবস্থার নাই । স্থানে স্থানে কতকগুলি ইষ্টকখণ্ড পড়িয়া আছে । কিন্তু সেই সমস্ত ইষ্টকখণ্ড দেখিয়া ঘাটগুলির স্থান স্পষ্টই বুঝিতে পারা যায়। পূৰ্ব্ব পারের মধ্যস্থলে একটা প্রকাও ইষ্টকস্তুপ প্রায় ২৫ । ৩০ বৎসর হইল, কোন এক জন ধান্তব্যবসায়ী তাহীকে গোশকটে করিয়া লইয়া যায় । কেহ তাহার সংবাদ বলিতে না পারায় অtমরা উক্ত প্রস্তরখণ্ডের অমুসন্ধান করিতে পারি নাই। শ্লোকটী সাগরদীঘী অঞ্চলের কোন কোন লোকের নিকট লিখিত থাকায়,এবং কাহার কাহার মুখস্থ থাকায় আমরা দুই তিন জনের নিকট হইতে সংগ্ৰহ করিয়া যতদূর সম্ভব, শুদ্ধাকারে তাহাকে প্রকাশ করিলাম। আমাদের প্রকাশিত শ্লোকে কোন শং পরিবর্ভূিত হয় নাই, তৰে অশুদ্ধ বিভক্তিগুলি শুদ্ধ করির লিখিত হইয়াছে মাত্র । ইহার সময়সম্বন্ধে দুই একটা পাঠে কিছু অনৈক্য আছে। সে বিষয় পুর্গেই আলো$िठ श्हेग़itरु ।