পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3& e মুর্শিদাবাদের ইতিহাস । भक्रिभद्राफ़ज़ eांज्ञछ, टांशं श्ङ्गि रुद्रां निष्ठांछ जङ्छ नरश् । যদি ইহাদের কোন প্রাকৃতিক সীমা নির্দেশ করার সম্ভাবনা হয়, তাহা হইলে আমরা প্রসিদ্ধ অজয়নদকে সেই সীমারূপে নির্দেশ করিতে ইচ্ছা করি । অজয়ের উত্তর ভাগকে উত্তররাঢ় ও তাহার দক্ষিণভাগকে দক্ষিণরাঢ় বলা যাইতে পারে। তাহা হইলে পশ্চিম মুর্শিদাবাদ উত্তররাঢ়েরই অন্তর্গত হয়। পশ্চিম মুর্শিদাবাদের অন্তর্গত সুপ্রসিদ্ধ ফতেসিংহ পরগণা উত্তররাঢ়ীয় কায়স্থগণের যে প্রাচীন ও প্রধান সমাজ তাঁহা সকলেই অবগত আছেন। কোন সময়ে উত্তররাটীয় কায়স্থগণ উত্তররাঢ়ের অন্তর্গত পশ্চিম মুর্শিদাবাদে আসিয়া বাস করেন, তাহার বিশেষ কোন প্রমাণ পাওয়া যায় না। উত্তররাষ্ট্ৰীয় কায়স্থশ্রেণীর কুলাচাৰ্য্যগণের মধ্যে কাহার কাহার মতে আদিশূর কাছকুজ হইতে ৫ জন ভৃত্যসহ ৫ জন কায়স্থ আনয়ন করেন । * এই ৫ জন কায়স্থ রাজসভায় প্রতিপত্তি লাভ করির রাঢ়প্রদেশে গঙ্গার নিকটে বাস করিয়াছিলেন । আবার কাহার কাহার মতে আদিশূরের কিছু কাল পরে অযোধ্য, মথুরা, হরিদ্বার প্রভৃতি স্থান হইতে ৫ জন কায়স্থ গৌড়দেশে আসিয়া বাস

  • क्ॐि श्रृं*, कब्र* *१, छूडा श्रृं**छन,

ত্রিপঞ্চেতে উপস্থিত আদিশূরের ভবন। উত্তররাষ্ট্ৰীয় কায়স্কৃগণ বঙ্গজ ও দক্ষিণরাঢ়ীয় কারন্থগণের পুর্বপুরুষগণকে ভৃত্যশ্রেণীভুক্ত করিয়া আপনাদিগকে পঞ্চকরণের সন্তান বলিয়। পরিচয় দেন । কিন্তু প্রাচীন কুলাচার্যাগণের গ্রন্থে দ্বিপঞ্চ ভিন্ন কোথায়ও ত্রিপঞ্চের উল্লেখ নাই, এবং দক্ষিণরাঢ়ীয় ও বঙ্গজ কারন্থগণের আদিপুরুষগণের সস্থিত উত্তররাটীয়দিগের আদিপুরুষগণের যে ঐক্য আছে তাহাও প্রদর্শিত হইতেছে ।