পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । >& ● ও দক্ষিণরাঢ়ীয় সম্মাননীয় সিংহবংশীয়গণের আদিপুরুষ । অনাদিবর সিংহ ও বীরবাহু সিংহ একগোত্রজ হওয়ায় উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্বন্ধ থাকাই সম্ভব। আবার সুদর্শন মিত্রের ন্যায় কান্যকুব্জ হইতে আগত বঙ্গজ ও দক্ষিণরাঢ়ীয় কায়স্থগণের অন্যতম আদিপুরুষ কালিদাস মিত্র বিশ্বামিত্ৰগোত্রজ হওয়ায় এতদুভয়ের মধ্যে বিশেষ সম্বন্ধ থাকা স্বীকার করা যাইতে পারে। আদিশূরের সময়ে বঙ্গজ ও দক্ষিণরাঢ়ীয় শ্রেষ্ঠ দত্তবংশীয়দের আদিপুরুষ পুরুষোত্তম মোঁদগলাগোত্রজ ছিলেন, কিন্তু বঙ্গজ ও দক্ষিণরাঢ়ীয় কায়স্থগণের মধ্যে কাশুপগোত্রজ দত্তও দেখিতে পাওয়া ষায় । দেব দত্তের এবং বঙ্গজ ও দক্ষিণরাঢ়ীয় কাশুপ গোত্রজ দত্তগণের আদিপুরুষকে এক ব্যক্তি বলিয়া অনুমান করা যাইতে পারে। ঐরূপ বঙ্গজ ও দক্ষিণরাঢ়ীয় শ্রেষ্ঠ দাসবংশীয় কায়স্থগণ কাশুপগোত্রজ হইলেও র্তাহীদের মধ্যে মোগলাগোত্রজ দত্তও দৃষ্ট হওয়ায়, তাহদের ও উত্তররাঢ়ীয় পুরুষোত্তম দাসের পুৰ্ব্বপুরুষকে এক ব্যক্তি বলিয়া গ্রহণ করা যাইতে পারে। সুতরাং যে যে বীজপুরুষ হইতে বঙ্গজ ও দক্ষিণরাঢ়ীয় কায়স্থগণের উৎপত্তি হইয়াছে, উত্তররাঢ়ীয়গণও যে সেই সেই বীজপুরুষ হইতে উৎপন্ন হইয়াছেন তদ্বিষয়ে সন্দেহ নাই। বারেন্দ্র কায়স্থগণের উৎপত্তিপ্রকারও সেইরূপ । তবে তাহাদিগকে অনেক পরিমাণে আধুনিক বলিয়া বোধ হয়। কারণ র্তাহাদের বীজপুরুষ হইতে বর্তমান সময় পৰ্য্যন্ত ১৪ । ১৫ পুরুষ দেখিতে পাওয়া যায়, কিন্তু উত্তররাঢ়ীয়গণের বীজপুরুষ হইতে ২৮ । ২৯ পুরুষ এবং বঙ্গজ ও দক্ষিণরাঢ়ীয় কায়স্থগণেয় আদি 次o